পাকিস্তানের নতুন অধিনায়কদের নাম ঘোষণা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৭:০৬ পিএম

ঢাকা: গুঞ্জনটা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। 

অস্ট্রেলিয়া সফর দিয়ে শুরু হবে রিজওয়ানের অধিনায়ক পর্ব। রোববার (২৭ অক্টোবর) এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের সহ-অধিনায়ক করা হয়েছে সালমান আলী আঘাকে।

[235623]

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সেসময়ের বোর্ড সভাপতি জাকা আশরাফের চাপে তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। পরে শান মাসুদকে টেস্ট এবং টি-টোয়েন্টিতে শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা হয়। 

তবে এক সিরিজ পরই শাহীনকে আফ্রিদিকে সরিয়ে দেওয়া হয়। সাদা বলে আবারও দায়িত্ব দেওয়া হয় বাবরকে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভরাডুবির কারণে তীব্র সমালোচনার মুখে কিছু দিন আগে অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর। তখন থেকেই গুঞ্জন ছিল রিজওয়ানকে নিয়ে। অবশেষে গুঞ্জনকে সত্যি করে অধিনায়ক হলেন এই উইকেটরক্ষক ব্যাটার।   

এআর