ঢাকা: টানা দ্বিতীয়বার সাফ জয় করে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে ২-১ গোলে হারিয়ে আনন্দের উপলক্ষ্য এনে দেওয়ায় ছাদখোলা বাসে বিরোচিত সংবর্ধনা দেওয়া হয় তাদের।
প্রিয় ফুটবলারদের কাছ থেকে দেখতে শুক্রবার (১ নভেম্বর) বাফুফে ভবনে অপেক্ষায় ছিলেন বেশ কিছু সমর্থক। এতেই প্রমাণ মেলে দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা কতটা।
সাফ জয়ের আগে থেকেই মেয়েদের বেতন অনিয়মিত হওয়ার কারণে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেসব নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।
[236000]
তিনি বলেন, আমরা চাইব বেতনটা যেন বাড়ানো হয়। বেতনটা যেন নিয়মিত হয়। এছাড়া আমাদের নারী লিগ যেন নিয়মিত হয় এবং আরও লম্বা সময় ধরে হয়। মাঠে যেন খেলাটা থাকে। এছাড়া আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ যেন খেলতে পারি। এই সাফের পর আমি চাই আমরা যেন দক্ষিণ এশিয়ার মধ্যেই পরে না থাকি। আমরা যেন পুরো এশিয়ার মধ্যে নিজেদের মেলে ধরতে পারি।
আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। সেখানে আপনাদের কোনো চাওয়া আছে কি না, এমন প্রশ্নে সাবিনা বলেন, সত্যি বলতে আমি গতকালই বিমানে একজন সাংবাদিককে বলেছি, তার প্রশ্নের প্রেক্ষিতে যে মেয়েরা খুবই নিম্মবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। কিছুদিন আগে যে বন্যা হয়েছে সেখানে কয়েকজনের পরিবারের বাসায় পানি উঠে গেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পরিবারের মানুষরা যখন বাড়ি থেকে ঢাকায় আসেন তখন সত্যি বলতে তাদের থাকার কোনো জায়গা থাকে না। আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, তিনি যেন মেয়েদেরকে কোনো বাসা বা ফ্ল্যাট দিতে পারেন, সেটাই মেয়েদের জন্য সবচেয়ে বড় উপহার হবে।
[235993]
সাবিনা বলেন, এখন আর পিছিয়ে থাকার সুযোগ নেই। এখন সময়ে এসেছে মেয়েদের দক্ষিণ এশিয়ার বাইরে নিজেদের নিয়ে যাওয়ার। আমার সঙ্গে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে বেশ ভালো সম্পর্ক। সে আমাকে বলেছেন যে তোমরা ইউরোপের ক্লাবে খেলার যোগ্য। তোমাদের মধ্যে অনেক খেলোয়াড় রয়েছে যারা ইউরোপের ক্লাবে খেলার যোগ্যতা রাখে। এই বিষয়ে ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করব। যেন তারা এই বিষয়ের প্রতি নজর রাখে।
আইএ