দল ঘোষণা হতেই ‘ফেসবুকে বিপ্লব’ শুরু ক্রিকেটারদের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৯:৫৪ এএম

ঢাকা : আজকাল প্রতিবাদ কিংবা মনের ক্ষোভ মেটানোর সহজ উপায় হলো সামাজিক যোগাযোগমাধ্যম। হাতে থাকা মুঠোফোনের মাধ্যমে কিছু লিখে দিলেই হলো। ক্রিকেটাররা এর ব্যতিক্রম নন। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য শুক্রবার (১ নভেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দল ঘোষণার পর বেশ কয়েকজন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

সদ্য সমাপ্ত চট্টগ্রাম টেস্টের আগে টেস্ট অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাইজুল ইসলাম। তবে বিস্ময়কর কিছু না ঘটলে তার এ যাত্রায় অধিনায়ক হওয়া হচ্ছে না। তার ওপর আফগান সিরিজের ১৫ সদস্যের দলেও সুযোগ পাননি। তাই দল ঘোষণার পর ফেসবুকে হাসি এবং হাততালির কয়েকটি ইমোজি পোস্ট করেছেন তাইজুল।

[236077]

অভিজ্ঞ এই স্পিনারের দেখাদেখি রাতভর আরও কয়েকজন পোস্ট দেন। তাদের অন্যতম এনামুল হক বিজয়। জাতীয় দলে বরাবর ব্যর্থ এই ওপেনার আফগান সিরিজে সুযোগ পাননি। এরপর এক ফেসবুক পোস্টে সবকিছু ছেড়ে দিয়েছেন সৃষ্টিকর্তার ওপর। তিনি লিখেছেন, ‘আমি কিছু জানি না, সব আল্লাহ জানে। তবে আমি আমার স্বপ্নপূরণে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে যাব।’

বাদ যাননি শেখ মাহেদি। তিনিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে চারটি ইমোজি পোস্ট করেছেন। সেই ইমোজিগুলো দিয়ে মুখ বন্ধ রাখার বিষয়টি বোঝানো হয়েছে। এদিকে চন্ডিকা হাতুরুসিংহের বিদায়ের পর জাতীয় দলে ফিরেছেন নাসুম আহমেদ। তাকে চড় মারার অপরাধেই চাকরি গেছে হাথুরুর। আফগান সিরিজের দলে ফিরতে পারার আনন্দে নাসুম ফেসুবকে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’।

[236076]

বাংলাদেশের স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান,  শরিফুল ইসলাম, নাহিদ রানা।

এমটিআই