চ্যাম্পিয়নস ট্রফি

ভারতের দর্শকদের দ্রুত ভিসা দেওয়ার আশ্বাস পিসিবি সভাপতির

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০১:৩০ পিএম

ঢাকা: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে পাকিস্তানের উদ্বেগ। বিশেষ করে দেশটিতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারতের খেলতে যাবে কি না, সেটা নিয়েই যত সংশয়। 

এর মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথাও বলা হচ্ছে।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফি দেখতে ভারতের যেসব দর্শক পাকিস্তানে যেতে ইচ্ছুক, তাদের দ্রুত ভিসা প্রদানের ব্যবস্থা করা হবে। যুক্তরাষ্ট্র থেকে আগত শিখ তীর্থযাত্রীদের সঙ্গে বৈঠক শেষে এই আশ্বাস দেন নাকভি। পিসিবি সভাপতি এ সময় চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখতে পাকিস্তানে ভ্রমণের জন্য ভারতীয়দের ইতিবাচক প্রতিক্রিয়া আশা করার কথাও জানান।

নাকভি বলেছেন, ‘আমরা ভারতীয় দর্শকদের টিকিটের জন্য বিশেষ কোটা রাখব। পাশাপাশি দ্রুত ভিসা প্রদান নীতি কার্যকরের চেষ্টাও করব।’ এ সময় নাকভি ভারতীয় সমর্থকদের পাকিস্তানে ভ্রমণ এবং লাহোরে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার বিশেষ আমন্ত্রণও জানান।

চ্যাম্পিয়নস ট্রফির তোড়জোড় শুরু হওয়ার পর থেকেই অবশ্য ভারতের পাকিস্তান যাওয়া নিয়ে নানামুখী আলোচনা শোনা যাচ্ছে। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে, নাকি পুরো টুর্নামেন্টই সরিয়ে নেওয়া হবে, তা নিয়েও চলছে আলোচনা। পাকিস্তান অবশ্য ভারতকে নিয়েই টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে লক্ষ্যে নানা ধরনের উদ্যোগ নেওয়ার কথাও বলছে তারা।

[236103]

এর আগে শোনা গিয়েছিল, পাকিস্তানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে প্রতিটি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলকে ম্যাচের দিনই দেশে ফেরার প্রস্তাব দিয়েছে পিসিবি। 

যদিও বিসিসিআই সে প্রস্তাব মানবে বলে জানা গিয়েছিল। এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার আহ্বান জানাতে শুরু করেছেন। কদিন আগে ভারতকে পাকিস্তানে খেলতে যেতে বলেছেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

‘সুলতান অব সুইং’ নামে পরিচিত আকরাম বলেছিলেন, ‘আমি যা কিছু পড়েছি, আমার মনে হয় ভারত সরকার ও বিসিসিআইয়ের মধ্যে ইতিবাচক আবহ তৈরি হয়েছে। আমি কোথায় যেন পড়েছি, ভারত তাদের ম্যাচগুলো লাহোরে খেলবে। সম্ভবত তারা লাহোরে খেলে সেই রাতেই দেশে ফিরে যাবে। ভারত যতক্ষণ এতে স্বস্তি বোধ করে, ততক্ষণ আমি আশাবাদী।’ তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি ভারত (পাকিস্তানে) এলে ক্রিকেটের জন্য বিশাল ব্যাপার হবে এবং অবশ্যই পাকিস্তানের জন্য দারুণ হবে।’

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর কথা। যদিও এখন পর্যন্ত টুর্নামেন্টের সূচি প্রকাশিত হয়নি। মূলত ভারতের পাকিস্তান ভ্রমণের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সব কিছু। 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, পাকিস্তান সফরের ক্ষেত্রে বিসিসিআই সরকারের যেকোনো নীতিগত সিদ্ধান্ত মেনে নেবে। ২০০৮ মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর আর কখনো পাকিস্তান সফর করেনি ভারত দল। ২০০৭ সালের পর দুই দল আর কোনো টেস্ট ম্যাচেও মুখোমুখি হয়নি।

এআর