প্রথম আর্জেন্টাইন হিসেবে গোল্ডেন ফুট জিতলেন লাউতারো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০২:৩৭ পিএম

ঢাকা: টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতায় দারুণ অবদান লাউতারো মার্টিনেজের। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। 

ক্লাব ইন্টার মিলানের হয়েও গত মৌসুমে জিতেছেন সিরি আ'র শিরোপা। হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা। এমন দুর্দান্ত মৌসুম কাটিয়েও ব্যালন ডি'অরে সেরা পাঁচেও জায়গা করে নিতে পারেননি এই আর্জেন্টাইন স্ট্রাইকার। 

সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হয়েও অনেকটাই আড়ালে তিনি। তবে অবশেষে দারুণ এক স্বীকৃতি পেলেন তিনি। ব্যালন ডি'অরে সপ্তম হলেও মর্যাদার গোল্ডেন ফুট জিতেছেন লাউতারো মার্টিনেজ। 

এই পুরস্কার জিতে ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ, মোহামেদ সালাহ, রবার্ট লেভানদোভস্কির মতো মহাতারকাদের সঙ্গে নাম লেখালেন ইন্টার মিলানের এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মার্টিনেজই প্রথম আর্জেন্টাইন হিসেবে গোল্ডেন ফুট জিতলেন।

২৭ বছরের বেশি বয়সী ফুটবলারদের মধ্যে যারা ক্যারিয়ারজুড়ে ফুটবলে বিশেষ অবদান রেখেছেন এবং নানা অর্জনে ফুটবলকে সমৃদ্ধ করেছেন, তাদেরকেই গোল্ডেন ফুটের জন্য বিবেচনা করা হয়ে থাকে। সেই পুরস্কারই পেলেন ইন্টার মিলানের অধিনায়ক মার্টিনেজ।

গত বছরটা ইন্টার মিলানের জার্সিতে অসাধারণ কাটিয়েছেন মার্টিনেজ। লিগে ২৭ গোল ও ৭টি অ্যাসিস্ট করে সিরি আ' জেতায় বড় অবদান রেখেছেন। এছাড়াও জিতেছেন ইতালিয়ান সুপার কাপ। সর্বোচ্চ গোলদাতা হয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা। তবে চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে কিছুতেই গোল পাচ্ছিলেন না তিনি। 

[236104]

অবশেষে এম্পাওলির বিপক্ষে  গোলখরা কাটান। এরপর গত সপ্তাহে রোমার বিপক্ষে গোল করে বিদেশি খেলোয়াড় হিসেবে ইন্টার মিলানের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন। নেরাজ্জুরিদের হয়ে এখন পর্যন্ত ১৩৫টি গোল করেছেন মার্টিনেজ, তাতে পেছনে ফেলেছেন ফরাসি তারকা স্তেফানো নেইরেসকে।

আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিকদের প্যানেল বেশ কিছু শর্ত মাথায় রেখে গোল্ডেন ফুটের জন্য প্রার্থিকে নির্বাচিত করে থাকেন। প্রথমত, সেই খেলোয়াড়ের বয়স অবশ্যই ২৭ এর বেশি হতে হবে এবং তখন পর্যন্ত খেলা চালিয়ে যাচ্ছেন এমন হতে হবে। এমন ১০জনকে মনোনয়ন দেয়ার পর সেখান থেকেই নির্বাচন করা হয় গোল্ডেন ফুট বিজয়ীকে।

গোল্ডেন ফুট বিজয়ীকে পুরস্কার হিসেবে সোনার পাতে তার পায়ের স্থায়ী ছাপ উপহার হিসেবে দেয়া হয়। ২০০৩ সালে ইতালিয়ান কিংবদন্তি রবাওর্তো ব্যাজ্জিও প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন ফুট জেতেন। এখন পর্যন্ত সর্বোচ্চ চারজন ইতালিয়ান গোল্ডেন ফুট জিতেছেন। এছাড়া ব্রাজিলের তিনজন এই পুরস্কার জিতেছেন। স্পেনের জিতেছে দুজন। আর কোনো দেশেরই একাধিক খেলোয়াড় এই পুরস্কার জিততে পারেননি। 

এআর