ঢাকা: ওয়াংখেড়ে টেস্টে ৪ উইকেটে ৮৬ রান নিয়ে গতকাল প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারত। আজ দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মোট ২৬৩ রান করে অলআউট হয় রোহিত শর্মার দল। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হওয়ায় নিজেদের প্রথম ইনিংস শেষে ভারত ২৮ রানের লিড পেয়েছে। তবে লিড পাওয়া নয়, আকাশ দীপের আউটে ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার মাধ্যমে এক অনাকাঙ্খিত ‘কীর্তি’ গড়েছে ভারত।
ভারতের ইনিংসে আকাশ দীপ ছিলেন শূন্য রানে আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান। আর পুরো সিরিজ ধরলে ১৩তম। পরিসংখ্যান বলছে, তিন বা তার চেয়ে কম ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম ভারত ব্যাটসম্যানরা ১৩ বার শূন্য রানে আউট হলেন। যদিও শূন্যের সংখ্যাটা ১৩–তেই থামার নিশ্চয়তা নেই। কারণ, দ্বিতীয় ইনিংস এখনো বাকি।
বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের ৮ উইকেটে জয়ের প্রথম টেস্ট থেকে শুরু করা যাক। সে টেস্টে ভারতের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন ৫ জন। দ্বিতীয় ইনিংসে সংখ্যাটা কমে আসে—২ জন আউট হন শূন্য রানে। এরপর পুনেতে নিউজিল্যান্ডের ১১৩ রানে জয়ের দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন দুজন, দ্বিতীয় ইনিংসে একজন। এবার ওয়াংখেড়েতে ভারতের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন আকাশ দীপসহ তিনজন। অন্য দুজন সরফরাজ খান ও মোহাম্মদ সিরাজ।
তিন বা তার চেয়ে কম ম্যাচের টেস্ট সিরিজে এর আগে ভারতের সর্বোচ্চ ১২ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। ১৯৭৪ সালে সেটি ছিল ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর মাঝে ১৯৯৯–২০০০ বোর্ডার–গাভাস্কার সিরিজ এবং ২০২১–২২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতের ১০ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। দুটি ম্যাচই ছিল তিন ম্যাচের টেস্ট সিরিজ।
কিউইদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো ভারত ওয়াংখেড়েতে ধবলধোলাই এড়াতে লড়ছে। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ম্যাচের যে গতি-প্রকৃতি, তাতে ফল হওয়ার সম্ভাবনা বেশি। তবে কে জিতবে, তা এখনই বলা যাচ্ছে না। প্রথম ইনিংসে ২৮ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চা–বিরতি পর্যন্ত ১ উইকেটে ২৬ রান তুলেছে।
আইএ