ঢাকা: আবারো দুঃসংবাদ পেল নেইমার ভক্তরা। হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠে এক বছর পর মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু দুই ম্যাচ না যেতেই ফের চোটের মুখে পড়তে হলো তাকে। তবে তা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।
এএফসি চ্যাম্পিয়নস লিগে গতকাল এস্তেগলালের মুখোমুখি হয় আল হিলাল। আলেক্সান্দ্রো মিত্রোভিচের হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পায় তারা। সৌদি ক্লাবটির হয়ে ম্যাচের ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। কিন্তু আধা ঘণ্টার কম সময়ের ভেতরই বদলি হয়ে উঠে যেতে হয় তাকে। গোলের জন্য বলে পা বাড়াতে গিয়ে ডান পায়ে টান অনুভব করেন তিনি। এরপর সেখানে হাত দিয়ে বসে পড়েন মাটিতে। এমনটা যে হতে পারে তা আগেই জানতেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাই খুব একটা দুশ্চিন্তায় থাকছেন না।
[236391]
ইনস্টাগ্রামে নেইমার লিখেন, ‘আশা করি, গুরুতর কিছু হবে না… এক বছর বাইরে থাকার পর এমনটা হওয়া স্বাভাবিক। ডাক্তাররা আগে থেকেই আমাকে সতর্ক করেছিলেন। তাই সাবধানী থেকে আরও বেশি সময় খেলতে হবে আমাকে। ’
নেইমারের সেরা রূপ ফিরিয়ে আনতে ধীরে ধীরেই এগোচ্ছে আল হিলাল। যে কারণে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। আপাতত কেবল এএফসি চ্যাম্পিয়নস লিগই খেলে যাবেন তিনি। রেজিস্ট্রেশন না হওয়ায় জানুয়ারির আগপর্যন্ত খেলতে পারবেন না সৌদি প্রো লিগে।
গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলার সময় এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। তাই পরের মাসে অস্ত্রোপচার করাতে হয় তার। এক বছর পর গত ২১ অক্টোবর আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি।
এআর