সম্ভাব্য যে একাদশ নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৮:৪২ পিএম

ঢাকা:  আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ফিরছেন শান্ত-মিরাজরা।

বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

কিছুদিন আগেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তাই মানসিকভাবে কিছুটা বিপর্যয়ে রয়েছে শান্ত বাহিনী। তবে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির শুরুটা জয় দিয়ে রাঙাতে চান টাইগাররা।

পরিসংখ্যানের দিক থেকে আফগান থেকে এগিয়ে রয়েছে টাইগাররা। এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ১৬ বার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১০টিতে জয় পেয়েছে টাইগাররা। আর ৬টি জয় রশিদ খানদের।

[236452]

পরিসংখ্যানে এগিয়ে থাকলেও এ সিরিজ জেতা সহজ হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ, টাইগার ব্যাটারদের টানা ব্যর্থতার পাশাপাশি দলে নেই সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া প্রতিটি ম্যাচেই বিশেষ ভূমিকা পালন করেছেন এই অলরাউন্ডার। ফলে দলের সেরাটা ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে কঠিন পরীক্ষা দিতে হবে শান্ত-মিরাজদের। এ ছাড়াও জ্বরের কারণে নেই লিটন দাসও।

এদিকে নিজেদের সবশেষ সিরিজে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে রশিদ-নবীরা। এ ছাড়াও ব্যাটিং-বোলিং সব ফরম্যাটেই ভারসাম্য রয়েছে আফগানিস্তানের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

এআর