ঢাকা: আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মৌসুমের মেগা নিলাম। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় এই নিলামের জন্য ইতিমধ্যে ১৩ বাংলাদেশি নিজেদের নাম নিবন্ধন করিয়েছেন বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। যদিও বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার কে কে তা এখনও জানা যায়নি।
২০২৪ সালের নিলামটা অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে। এবার হচ্ছে জেদ্দায়। এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো আইপিএল নিলাম বসছে ভারতের বাইরে।
অন্য নিলামগুলোর মতো এবারের নিলাম সাধারণ নিলাম নয়। মেগা নিলাম তিন বছর পর একবার অনুষ্ঠিত হয়, এক দিনের বদলে তা হয় দুই দিনব্যাপী। আগামী তিন মৌসুমের জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল সাজায় এই মেগা নিলামে।
[236469]
এবারের মেগা নিলামের জন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিজেদের নাম দিয়েছেন। গত ৪ নভেম্বর এই নিবন্ধনের সময় শেষ হয়েছে। এই নিলামে ১১৬৫ জন খেলোয়াড় আছেন ভারতের, আর বাকি ৪০৯ জন খেলোয়াড় বিদেশি। এই ৪০৯ বিদেশির মধ্যে বাংলাদেশি আছেন ১৩ জন।
প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। অর্থাৎ, ১৫৭৪ জন নথিভুক্ত ক্রিকেটারের মধ্যে ১৩৭০ জন আইপিএল খেলার সুযোগ পাবেন না।
নিলামে অংশ নিতে আগ্রহী ১৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে ১২২৪ জন এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটারের সংখ্যা ৩২০। আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশগুলো থেকে ৩০ জন ক্রিকেটারের নামও থাকবে নিলামে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়দের মধ্যে ৪৮ জন ভারতীয় এবং ২৭২ জন বিদেশি। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ১৫২ জন ভারতীয় খেলোয়াড়ের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। বিদেশিদের ক্ষেত্রে এই সংখ্যা তিন। আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএল খেলার অভিজ্ঞতা নেই এমন ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা ৯৬৫ এবং বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ১০৪। মোট ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ১১৬৫ এবং বিদেশি ক্রিকেটার ৪০৯ জন।
[236502]
বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার ৭৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। ইংল্যান্ডের ৫২ জন ক্রিকেটার এবং আফগানিস্তানের ২৯ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন।
শ্রীলঙ্কারও ২৯ জন ক্রিকেটার রয়েছেন। নিউজিল্যান্ডের ৩৯ জন ক্রিকেটার আইপিএল খেলতে আগ্রহী। এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, নেদারল্যান্ডসের ১২ জন, আমেরিকার ১০ জন, আয়ারল্যান্ডের নয় জন, জিম্বাবোয়ের আট জন, কানাডার চার জন, স্কটল্যান্ডের দু’জন ক্রিকেটার নিলামে অংশগ্রহণ করছেন। ইতালি এবং সংযুক্ত আরব আমিরাতের একজন ক্রিকেটারের নামও রয়েছে নিলামের তালিকায়।
এসএস