চাপ সামলে জুটি গড়লেন মিরাজ-মাহমুদউল্লাহ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৬:৩৫ পিএম

ঢাকা: কয়েক ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ। এরই মধ্যে দুজন মিলে পঞ্চম উইকেটে গড়েছেন ৮০ রানের জুটি।

৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫১ রান। পরপর টপ-অর্ডারের ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেট শিকার হিসেবে বিদায় নেন তৌহিদ হৃদয়। রশিদের বল বুঝতেই পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। বিদায় নিলেন মাত্র ৭ রানে।

১১তম ওভারে আজমাতউল্লাহ ওমারজাইয়ের বল অফ সাইডে খেলে শুরুতে রানের জন্য ছোটেন মেহেদী হাসান মিরাজ। তবে একটু বেরিয়েই তিনি ফিরিয়ে নেন রানের ডাক। ততক্ষণে প্রায় মাঝ ক্রিজে জাকির। 

[236940]

পয়েন্ট থেকে সরাসরি থ্রোয়ে স্টাম্প এলোমেলো করে জাকিরের বিদায়ঘণ্টা বাজান নানগেয়ালিয়া খারোটে। ৭ বলে ৪ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।  

এর আগে পাওয়ার প্লের শেষ দুই ওভারে দুই ওপেনারের বিদায়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ করে ২ উইকেটে ৫৮ রান। দুইবার জীবন পেয়েও ১৯ রানের বেশি করতে পারেননি তানজিদ হাসান। দারুণ শুরু করে ২৩ বলে ২৪ রানে ফিরে যান সৌম্য সরকার। বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২।   

এআর