ঢাকা: আরো একবার ভক্তদের হতাশ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও ফিরতে হল সমতায়। এমনকি মিলেছিল পেনাল্টিও।
কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র গোল করতে পারেননি। উল্টো যোগ করা সময় মিলিয়ে ম্যাচের শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ভেনেজুয়েলা। তবু গোল করতে না পারায় ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয় দরিভালের দলকে।
৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনিয়ার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। বাঁ পায়ের দারুণ শটে ডান পোস্ট দিয়ে গোল করেন বার্সেলোনা তারকা। ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে এটা তার প্রথম গোল। কিন্তু বেশিক্ষণের জন্য এগিয়ে থাকতে পারেনি দরিভালের দল। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩৮ সেকেন্ড বক্সের মাথা থেকে জোরাল শটে করা গোলে সমতায় ফেরান স্বাগতিকদের।
গতিময় এ ম্যাচে ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে ৬৩ মিনিটে। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। তাকে ফেলে দেওয়ার পর ভিএআরে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু পেনাল্টি থেকে ভিনিসিয়ুসের শট ঠেকিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করেছেন রোমো। বাঁ দিকের পোস্টে ডান পায়ের দুর্বল শট নিয়েছিলেন ভিনি। রোমো ঠেকানোর পর ফিরতি বলে ভিনি শট নিয়েছেন পোস্টের বাইরে।
জয়ের জন্য শেষ দিকে আক্রমণে ধার বাড়িয়েছে ব্রাজিল। যোগ করা সময়ের চতুর্থ ও সপ্তম মিনিটে ভিনিসিয়ুস ও এস্তেভাওয়ের দুটি চেষ্টা রুখে দেয় ভেনেজুয়েলার রক্ষণ। তার আগেই অবশ্য ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বদলি নামা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনির মুখে আঘাত করার শাস্তি পান গঞ্জালেস।
[237231]
গতিময় এ ম্যাচে দুই পক্ষই গোলের বেশ ভালো কিছু সুযোগ পেয়েছে। ১১ বার করে গোলের সুযোগ তৈরি করেছে দুই দল। ব্রাজিল ৬০ শতাংশ সময় বল দখলে রেখেও জিততে না পারায় হতাশ হতেই পারেন দরিভাল। অন্যদিকে ভেনেজুয়েলা নিজেদের রক্ষণ নিয়ে গর্ব করতেই পারে।
দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এস্তেভাওয়ের বাঁ পায়ের শট ঠেকান গোলকিপার রোমো। সপ্তম মিনিটে ভিনির হেডও ভেনেজুয়েলার জাল পর্যন্ত পৌঁছায়নি। প্রথমার্ধে একবার পোস্টেও বল মেরেছেন রিয়াল মাদ্রিদ তারকা। গত শনিবার লা লিগায় রিয়ালের হয়ে হ্যাটট্রিক করা ভিনি ম্যাচের পুরো সময় ব্রাজিলের আক্রমণভাগের কেন্দ্রবিন্দু হয়েও গোল পাননি। তবে গারসনও দুটি ভালো সুযোগ পেয়েছিলেন। একটি শট পোস্টের ওপর দিয়ে মেরেছেন। অন্যটি ঠেকিয়ে দেন রোমো। ৫৮ ও ৬৫ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলাও।
বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে টানা ৯ ম্যাচ হারের বৃত্ত কাটিয়ে উঠল ভেনেজুয়েলা। মজার ব্যাপার, বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার এ নিয়ে তিনবার (১৯৮১, ১৯৯৩ ও ২০২৪) ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ পেনাল্টি পেল এবং নিজেদের খেলোয়াড় লাল কার্ড দেখল।
১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে তৃতীয় ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১০ ম্যাচে ২২ পয়েন্ট। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে-অফ। আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
এআর