পার্থ টেস্টে থাকছেন না রোহিত-গিল 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৯:৪৫ পিএম

ঢাকা: কদিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। সন্তানের জন্মের সময় পাশে থাকা রোহিত শর্মা এখনো অস্ট্রেলিয়ায় যাননি। সন্তানের জন্ম হয়ে গেলেও স্ত্রী ও নবজাতকের পাশে থাকার জন্য প্রথম টেস্টে থাকছেন না রোহিত।

এ ছাড়া বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে এর মধ্যেই আরেকটি বড় ধাক্কা খেয়েছে ভারত দল। চোটে পড়েছেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান শুবমান গিলও।

আগামী শুক্রবার পার্থ টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এর আগে পার্থে রুদ্ধদ্বার অনুশীলন করছে ভারত। সেখানেই ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন গিল। দলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়া। তবে সংবাদ সংস্থা রয়টার্সকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট।

[237480]

গিল যদি চোটের কারণে শেষ পর্যন্ত পার্থ টেস্টে না-ই খেলতে পারেন, টপ অর্ডারের ব্যাটিং নিয়ে সমস্যায় পড়তে হতে পারে ভারতের। রোহিত বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

ক্যারিয়ারের প্রথম দিকে টেস্টে ইনিংস ওপেন করলেও গত বছরের মাঝামাঝি সময় থেকে গিল তিন নম্বরেই ব্যাটিং করছেন। রোহিতের সঙ্গে ব্যাটিং ওপেন করছেন মূলত যশস্বী জয়সোয়াল। টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান রাহুলও গতকাল কনুইয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছেন। ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলার সময় প্রসিধ কৃষ্ণার বল লেগেছে তার কনুইয়ে।

ইএসপিএনক্রিকইনফোর খবর, ভারত ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়া দেবদূত পাড়িক্কালকে থেকে যেতে বলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে কোহলিকে নিয়ে দুশ্চিন্তা কম বলেই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। চোটের কারণে স্ক্যান করানো হলেও তিনি আজ দলের সবার সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন।

এআর