ঢাকা: চলছে আইপিএল নিলামের দ্বিতীয় দিন। এখন পর্যন্ত বেশ কয়েকজন ক্রিকেটার বিক্রি হয়েছেন। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেনের ভিত্তি মূল্য ছিল ১ কোটি ২৫ লাখ রুপি। তাকে পেতে আগ্রহী হয়েছিল মুম্বাই, পাঞ্জাব ও গুজরাট।
শেষ পর্যন্ত ৭ কোটিতে ইয়ানসেনকে পেয়েছে পাঞ্জাব। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত সবচেয়ে দামে বিক্রি হওয়া খেলোয়াড় ইয়ানসেনই।
ক্রুনাল পান্ডিয়া
এদিকে ২ কোটি ভিত্তি মূল্যের ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ওয়াশিংটন সুন্দর
ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জন্য লড়াইয়ে নেমেছিল গুজরাট টাইটানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিছুক্ষণ দামাদামির পর ৩ কোটি ২০ লাখেই সুন্দরকে পেয়ে গেছে গুজরাট।
[238117]
স্যাম কারেন
২ কোটি ৪০ লাখে স্যাম কারেনকে কিনেছে চেন্নাই সুপার কিংস। ২০২৩ আইপিএলের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন কারেন। তখন তার দাম ছিল ১৮ কোটি ৫০ লাখ, কিনেছিল প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।
বিক্রি হলেন না তিন ভারতীয় ব্যাটসম্যান
কোনো দল নেয়নি আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শকে।
রোভম্যান পাওয়েল-ডু প্লেসি
ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স, ফাফ ডু প্লেসি ২ কোটিকে বিক্রি হলেন দিল্লি ক্যাপিটালসে।
কেইন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস
এদিকে বিক্রি হলেন না সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। কোনো দল নেয়নি তাকে। নেয়নি গ্লেন ফিলিপসকেও।
এআর