ঢাকা: নিজ নিজ দলে অবদান রাখা দুই ক্রিকেটারের প্রতি সম্মান জানাতে নতুন এক উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডিসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রয়াত দুই ক্রিকেটার মার্টিন ক্রো ও গ্রাহম থর্পের নামে ট্রফি উন্মোচন করেছে বোর্ড দুটি।
যেমনটা অস্ট্রেলিয়া-ভারতের মধ্যেকার লড়াই হয় দুই কিংবদন্তি অ্যালান বোর্ডার ও সুনীল গাভাস্কারের নামে হওয়া সিরিজে। ঠিক তেমনি এখন থেকে নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট সিরিজ হবে দুই কিংবদন্তির নামে।
ক্রিকেটে এটা নতুন কোনো ধারণা না হলেও সিরিজের ট্রফিতে লুকিয়ে রয়েছে বিশেষত্ব। যার জন্য লড়াই করবেন দুই দলের ক্রিকেটাররা সেই ট্রফি বানানো হয়েছে কাঠ দিয়ে। ট্রফির কাঠকে সাধারণ কোনো কাঠ নয়, বিশেষই বলতে হবে। কারণ ট্রফির কাঠে ব্যবহার হয়েছে দুই তারকার ব্যাটের অংশ বিশেষ।
সেই ব্যাট দুটিতেও মিশে আছে দুই তারকার অনেক কীর্তি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে গান অ্যান্ড মুর ব্যাট দিয়ে করা ক্রোর সেঞ্চুরি।
অন্যদিকে ১৯৯৭ সালে কুকাবুরার যে ব্যাট দিয়ে কিউইদের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেন থর্প সেই ব্যাটে তৈরি হয়েছে ট্রফি। দুই ব্যাটারের ব্যাট দুটি জোড়া লাগিয়ে বানানো হয়েছে ট্রফিটি।
[238220]
সঙ্গে বেদির পাশে পিতলের পাতে কালো অক্ষরে লেখা হয়েছে ক্রো-থর্প ট্রফি। ট্রফিটির নকশা করেছেন মাহু ক্রিয়েটিভ নামের এক প্রতিষ্ঠান।
কিউই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ক্রো দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৬ সালে হার মানেন। ৫৩ বছর বয়সে পরপারে পাড়ি জমানো কিংবদন্তি ক্যারিয়ারে ৭১ টেস্টে করেছেন ৫৪৪৪ রান।
৪৫.৩৬ গড়ের ক্যারিয়ারে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৭টি। অন্যদিকে গত আগস্টে মারা যান থর্প। ৫৫ বছর বয়সে নিজের জীবন নিজেই নেন ইংল্যান্ডের ব্যাটার। ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্টে করেছেন ৬৭৪৪ রান। ৪৪.৬৬ গড়ে করেছেন ১৬ সেঞ্চুরি।
ক্রো-থর্প ট্রফির উদ্বোধনী সিরিজটি আগামী ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হতে যাচ্ছে। তিন টেস্টের সিরিজটি সামনে রেখে এই ট্রফির ঘোষণায় এনজেডসির প্রধান স্কট উইনিংক বলেছেন, ‘বর্তমান প্রজন্মকে জানাতে চাই গ্রাহাম ও মার্টিন কারা ছিলেন এবং তাদেরকে ধারণ করুক।
ভালো লাগছে যে আমরা তাদের লেগেসিকে সম্মান দিতে পারছি। উভয় দারুণ ব্যাটারই ছিলেন এবং খেলাটা দারুণ বুঝতে পারতেন। তারা যেখানেই যেতেন সম্মান পেতেন।’
এআর