ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৭:২৮ পিএম

ঢাকা: টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। প্রথম ম্যাচে টস জিতে মিরাজ বলেছিলেন, রান হবে ২৮০’র আশপাশে।

বাংলাদেশ করেছিলো ২৯৪ রান; কিন্তু ব্যাটাররা ভালো করলেও বোলার এবং ফিল্ডারদের ব্যর্থতায় হারতে হয়েছিলো টাইগারদের।

এবার টস হেরে ব্যাট করার সুযোগ পাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘উইকেট বেশ ভালো। আগেরটার মতোই উইকেট মনে হচ্ছে।

[239345]

সুতরাং, আমাদের স্পিনাররা বেশ ভালো একটা সুযোগ পেতে যাচ্ছে। আর জিততে হলে তো ভালো একটি স্কোর গড়তেই হবে।’

তাসকিন আহমেদকে বাদ দিয়ে এই ম্যাচের একাদশে নেয়া হয়েছে শরিফুল ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন এসেছে। অভিষেক হচ্ছে মারকুইনো মিন্ডলের।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

এআর