ঢাকা: সিরিজ বাঁচানোর ম্যাচে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ১২০ রান তুলতেই নেই ৭ উইকেট।
উইকেট পতনের ধারাবাহিকতা ধরে রেখে দ্রুত ফিরে যান আফিফ হোসেন ২৪, জাকির আলী অনিক ৩ এবং রিশাদ হোসেন রানের খাতা খোলার আগেই বিদায় নেন।
বাংলাদেশের স্কোর ৩১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গে আছেন তানজিম সাকিব।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ। টস জিতে ব্যাট করার জন্য তিনি আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে।
[239345]
আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকার উইকেট হারিয়ে বসেন। চতুর্থ ওভারে জাইডেন সিলসের প্রথম বলে গুদাকেশ মতির হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হন সৌম্য। মাত্র ২ রান করেন তিনি।
এরপর ১৯ বল খেলে মাত্র ৪ রান করে আউট হন লিটন দাস। লিটন দাসের আউটটা ছিল দৃষ্টিকটু। যেন বিরক্ত হয়েই ক্যাচ তুলে দিয়েছেন লিটন। এরপর মাঠে নেমে দ্রুত উইকেট হারান মেহেদী হাসান মিরাজ। ৫ বল খেলে মাত্র ১ রান করে আউট হন অধিনায়ক। তিনিও ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে বোল্ড হন।
আফিফ হোসেনকে নিয়ে জুটি বাধেন তানজিদ হাসান তামিম। তরুণ এই ওপেনারই কিছুটা প্রতিরোধ গড়েছিলেন; তবে অতি আত্মবিশ্বাস তৈরি হয়েছিলো তার মধ্যে। যে কারণে কয়েকটি বাউন্ডারি মারার পর ৪৬ রান করে ক্যাচ তুলে দেন তিনি। ৩৩ বলে সাজানো এই ইনিংসে ৪টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার মারেন তিনি।
এআর