বিশ্বকাপে সরাসরি খেলা হবে তো বাংলাদেশের?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৩:২৮ পিএম

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের প্রিয় সংস্করণ ওয়ানডে। যত সাফল্য বেশিরভাগই এসেছে ওয়ানডে ফরম্যাট থেকে। অথচ এই ফরম্যাটেও এখন ধুঁকছে টাইগাররা।  

গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পাশাপাশি শেষ ছয়টি ওয়ানডে সিরিজের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে নয়ে নেমে যাওয়ায় আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে। ১৪ দলের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে।

এই মুহূর্তে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা চারে ও জিম্বাবুয়ে ১২ নম্বরে। প্রোটিয়ারা লড়াইয়ে না থাকায় র‌্যাঙ্কিংয়ে শীর্ষ নয়ে থাকালেই সরাসরি বিশ্বকাপে খেলা যাবে। 

[239503]

এখন ৮২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নয়ে। ৮৫ পয়েন্ট নিয়ে আফগানিস্তান আটে ও ৭৬ পয়েন্ট নিয়ে দশে ওয়েস্ট ইন্ডিজ।

এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করা।

এজন্য আজ সেন্ট কিটসে শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মরিয়া উইন্ডিজ অধিনায়ক শাই হোপ, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। 

আমরা পয়েন্ট তুলে র‌্যাঙ্কিংয়ে আরও উপরে উঠতে চাই। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে চাই। আশা করি, ৩-০ করতে পারব।’

এআর