ঢাকা: বিজয় দিবসে বাংলাদেশকে বড় উপহার দিল বাংলাদেশের পুরুষ ও নারী দল। ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সোমবার (১৬ ডিসেম্বর) ৭ রানের নাটকীয় জয় তুলে নেয় বাংলাদেশ।
ছেলেদের পর এবার বিজয়ের সকাল রাঙালেন বাংলার মেয়েরাও। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৭ ওভারে। আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৯ উইকেটে ১২২ রান তোলে বাংলার তরুণীরা। জবাবে ১৭ ওভারে শ্রীলঙ্কা থামে ৮ উইকেটে ৯৪ রানে।
[239782]
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের রান ১০০ ছাড়ায় ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায়। টি-টোয়েন্টি ফরম্যাটে যতক্ষণ ক্রিজে থাকা যায়, রান তোলার মানসিকতা থাকতে হয়। বাংলার তরুণীরা সেটিই করেছেন।
দলের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৩১ রান করেন সাদিয়া আক্তার। তিন ছক্কায় নিজের ইনিংস সাজান। এছাড়া, আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪ এবং মোসা. ইভা ১৯ বলে ১৮ রান করেন।
রান তাড়ায় নামা শ্রীলঙ্কার মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে রাখে বাংলার বোলাররা। অধিনায়ক সুমাইয়া তিন উইকেট এবং ফারজানা ও নিশিতা আক্তার দুটি করে উইকেট শিকার করেন। ফলে, জয়ের পথে ছুটতে গিয়েও খেই হারায় লঙ্কানরা, বাংলাদেশ তুলে নেয় জয়।
এআর