ঢাকা: দীর্ঘ ৪ বছর পর লাল বলে দেশের প্রতিনিধিত্ব করবেন রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরছেন ক্রিকেটের অভিজাত সংস্করণে।
দুই টেস্টের সিরিজের জন্য সোমবার ঘোষিত ১৮ জনের দলে রাশিদকে রেখেছে আফগানিস্তান। তারকা এই লেগ স্পিনারের সঙ্গে জায়গা পেয়েছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ৭ জন।
রশিদের সবশেষ টেস্টও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২১ সালের মার্চে আবু ধাবিতে ম্যাচটি খেলেছিলেন তিনি। এরপর আরও তিনটি টেস্ট খেলেছে আফগানিস্তান; প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।
গত সেপ্টেম্বর তাদের খেলার কথা ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে। শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয় হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা রশিদকে। এরপর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে চিকিৎসকের পরামর্শে টেস্ট থেকে বিরতি নেন তিনি। এবার ফিরলেন পুরো ফিট হয়ে। এখন পর্যন্ত ৫ টেস্ট খেলে ৩৪ উইকেট নিয়েছেন রাশিদ। ইনিংসে পাঁচ শিকার ধরেছেন চারবার, ম্যাচে ১০টি দুইবার।
[239832]
দলে ডাক পাওয়া অলরাউন্ডার ইসমাত আলম, বাঁহাতি স্পিনার জাহির শেহজাদ ও বাঁহাতি পেসার বাশির আহমাদের এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি।
আর টেস্টে আঙিনায় পা না রাখা আজমাতউল্লাহ ওমারজাই, ফারিদ আহমাদ, রিয়াজ হাসান ও সেদিকউল্লাহ আতালকেও আসছে সিরিজের দলে রেখেছে আফগানরা।
আজমাতউল্লাহ, ফারিদ ও রিয়াজ অবশ্য ডাক পেয়েছিলেন নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও। কিন্তু প্রকৃতির বাগড়ায় টস ছাড়াই পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি।
জিম্বাবুয়ে ও আফগানিস্তানের প্রথম টেস্ট শুরু আগামী ২৬ ডিসেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২ জানুয়ারি। দুটি ম্যাচই হবে বুলাওয়ায়োতে। টেস্ট সিরিজের আগে তিনটি ওয়ানডেও খেলবে দুই দল।
আফগানিস্তান টেস্ট দল
হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রেহমাত শাহ (সহ-অধিনায়ক), ইকরাম আলিখিল, আফসার জাজাই, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ আতাল, আব্দুল মালিক, বাহির শাহ, ইসমাত আলম, আজমাতউল্লাহ ওমারজাই, জাহির খান, জিয়া উর রেহমান, জাহির শেহজাদ, রাশিদ খান, ইয়ামিন আহমাদজাই, বাশির আহমাদ, নাভিদ জাদরান, ফারিদ আহমাদ
এআর