ঢাকা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। ব্যাট হাতে বাইশগজে সময়টা ভালো কাটছে না। চলমান অস্ট্রেলিয়া সিরিজেও খুব একটা ছন্দে নেই। এরই মধ্যে গুঞ্জন উঠেছে স্বপরিবারে ভারতের বাইরে স্থায়ী হচ্ছেন কোহলি।
পরিবারের কাজ কিংবা অবসর যাপনে লন্ডনই কোহলির প্রথম পছন্দ হয়ে উঠেছে। কোহলি লন্ডনেই স্থায়ী হচ্ছেন কি না, এমন গুঞ্জনও ছিল। সেই গুঞ্জনেই হাওয়া দিলেন কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা। কোহলির এই কোচ জানিয়েছেন, পরিবার নিয়ে লন্ডনে থিতু হচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণকে রাজকুমার বলেছেন, ‘কোহলি-আনুশকা সন্তানদের নিয়ে লন্ডনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছে। শিগগিরই ভারত ছেড়ে ওখানে থিতু হবে কোহলি। ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসে।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে কোহলির দ্বিতীয় সন্তান আকায় লন্ডনেই জন্ম নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে মাসখানেকের জন্য লন্ডন পাড়ি দেন কোহলি। এভাবেই গত কয়েক বছরে লন্ডনে যাওয়া-আসার মধ্যে আছেন কোহলি।
[240117]
ব্রিসবেন টেস্ট শেষে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টিকে চলতি বছরই বিদায় বলা কোহলির টেস্ট অবসর নিয়েও কথা শোনা যাচ্ছে।
যদিও সেই আলোচনা খুব বেশি জোরালো নয়। এরপরও এই বিষয়ে কথা বলেছেন কোহলির কোচ, ‘বিরাট এখনো ফিট। অবসর নেওয়ার মতো বয়স ওর হয়নি। আমার মনে হয় বিরাট আরও ৫ বছর খেলবে। অবশ্যই ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবে। ২৬ বছর ধরে ওকে চিনি, এ জন্যই বলতে পারছি, ওর মধ্যে এখনো অনেক ক্রিকেট আছে।’
বোর্ডার গাভাস্কার ট্রফিতে এখন পর্যন্ত ৩ টেস্টে ১২৬ রান করেছেন কোহলি। প্রথম টেস্টে সেঞ্চুরিও পেয়েছিলেন। যদিও এরপর আর জ্বলে উঠতে পারেননি। তবে কোহলির শৈশবের এই কোচের বিশ্বাস, সিরিজের বাকি দুই টেস্টে দুটি সেঞ্চুরি করবেন কোহলি, ‘বিরাট ক্যারিয়ারের সেরা সময়ে আছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছে। আমি বিশ্বাস করি, সামনের দুটি টেস্টে ও আরও দুটি সেঞ্চুরি করবে। ও সব সময় ক্রিকেট উপভোগ করে। বিরাটের ফর্ম উদ্বেগের কোনো বিষয় না। কঠিন পরিস্থিতিতে কীভাবে পারফর্ম করতে হয়, দলকে সাহায্য করতে হয়, সেটা ও জানে।’
এআর