বিপিএল 

যেসব নতুনত্ব নিয়ে শুরু হচ্ছে এবারের আসর

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৯:৫০ পিএম

ঢাকা: নতুন বাংলাদেশে নতুন বিপিএল। এবারের আসরে থাকছে নতুন সব চমক। যেই আসরে নতুনত্ব আনতে নির্দেশনা থাকবে খোদ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। 

এরই মধ্যে তার নির্দেশনায় প্রকাশ পেয়েছে বিপিএলের মাসকট। যেটি নজর কেড়েছে সবার। ছাত্র-জনতার আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয় 'ডানা ৩৬' মাসকটটির।

এবারের আসরের আরেক চমক প্রথমবারের মতো বিপিএলে দল কিনেছেন ঢালিউড কিং শাকিব খান। তার দল ঢাকা ক্যাপিটালসে দেখা যাবে মুস্তাফিজ-সায়েম আইয়ুবদের মতো তারকাদের। এছাড়া দীর্ঘদিন পর বিপিএলে ফিরছে দুর্বার রাজশাহী এবং চট্টগ্রাম কিংস। এছাড়া পুরনো চার দলসহ মোট ৭টি দল ৩০ ডিসেম্বর থেকে লড়বে শিরোপার জন্য। তবে তার আগে বিপিএলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার উদ্যেগ নিয়েছেন প্রধান উপদেষ্টা। 

[240268]

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবে বিশেষ চমক। এই অনুষ্ঠান মাতাতে আসছেন বিদেশী একাধিক গায়ক-গায়িকা। নাচ-গান আর সুরের ছন্দে হারিয়ে যাবেন দর্শকরা। সেই সঙ্গে পুরনো জৌলস ফিরিয়ে আনতে এবং কার্যকরী টুর্নামেন্ট হিসেবে বিশ্বদরবারে বিপিএলকে তুলে ধরতে আনা হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি। 

ডিআরএস, আল্ট্রা এজ, বল ট্র্যাকিং, স্টাম্প ক্যামেরা, ড্রোন ক্যামেরা, স্পাইডার ক্যামেরাসহ সব কিছুর ব্যবহার থাকছে এবারের বিপিএলে। খেলার ছোট ছোট বিষয়গুলো নিখুঁতভাবে তুলে ধরতে মাঠে থাকবে ২০ থেকে ২৫টি অত্যাধুনিক ক্যামেরা। এছাড়া আল্ট্রা মোশন, সুপার স্লো মোশন জিং বেলও থাকছে এবারের আসরে। 

শুধু তাই নয় এবারের আসরে কমেন্ট্রি বক্সেও থাকবে চমক। বিশ্বের নামি-দামি ধারাভাষ্যকারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে বিপিএল কর্তৃপক্ষ। গুঞ্জন আছে এবারের বিপিএলে আসতে পারেন ভারতীয় জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। 

এছাড়া আসছেন তারকা আম্পায়াররাও। এবারের আসরে দেশি-বিদেশি মোট ১২ জন আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারি থাকবেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। 

এআর