ঢাকা: বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে দেখা গেল টাইমড আউট ঘিরে এই নাটকীয়তা। দেরি করে মাঠে ঢোকায় শুরুতে টাইমড আউট হয়ে গেলেও পরে ব্যাটিং করতে দেওয়া হয় ও'কনেলকে। ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্রিকেটার অবশ্য আউট হয়ে যান প্রথম বলেই।
মোহাম্মদ নাওয়াজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন মোহাম্মদ হায়দার। কিন্তু চিটাগং কিংসের ড্রেসিং রুম থেকে নতুন ব্যাটসম্যান বের হওয়ার কোনো লক্ষণই নেই!
বেশ কিছুক্ষণ অপেক্ষার পর মাঠে ঢোকেন টম ও’কনেল। কিন্তু টাইমড আউটের আবেদন করে খুলনা টাইগার্স। আম্পায়ার তো আউট দিতে বাধ্য! তবে পরক্ষণেই আবার আবেদন প্রত্যাহার করে নেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
২০৪ রানের লক্ষ্যে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারায় কিংস। সপ্তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই হায়দারকে এলবিডব্লিউ করেন নাওয়াজ। শামীম হোসেনের সঙ্গে আলোচনা করে রিভিউ না নিয়েই ড্রেসিং রুমে ফিরে যান পাকিস্তানি ব্যাটসম্যান।
এরপর শুরু নতুন ব্যাটসম্যানের অপেক্ষা। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর মাঠের দুই আম্পায়ারের কাছে জড়ো হয় খুলনার ক্রিকেটাররা। টিভি ক্যামেরায় দেখা যায় মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নাঈম শেখরা কিছু একটা বলছেন আম্পায়ারদের।
টানা দুটি উইকেট খুব দ্রুত পড়ে যাওয়ায় ও’কনেল অপ্রস্তুত ছিলেন কি না, কে জানে! মাঠে ঢুকতে বেশি কিছুটা সময় লেগে যায় তার। তিনি ক্রিজের কাছাকাছি যেতেই আঙুল তুলে টাইমড আউটের সংকেত দেন আম্পায়ার তানভির আহমেদ।
টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক নিয়ম অনুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর ৯০ সেকেন্ডের মধ্যে নতুন ব্যাটসম্যানকে ব্যাটিংয়ের জন্য তৈরি হয়ে যেতে হবে। পরিষ্কারভাবেই সেই সময় অতিক্রম করে মাঠে ঢোকেন ও'কনেল।
[240790]
তবে এভাবে আউট হতে কোনো ব্যাটসম্যানেরই ভালো লাগার কথা নয়। ড্রেসিং রুমে ফেরার সময় ও’কনেলকেও দেখা গেল বারবার পেছন ফিরে কিছু বলতে।
টিভি পর্দায় দেখা যায়, ড্রেসিং রুমের দরজার সামনে তাড়াহুড়ো করে প্যাড-গ্লাভস পরে তৈরি হচ্ছেন পরের ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম।
তবে ওয়াসিমের তখনই নামার প্রয়োজন পড়েনি। ও'কনেল মাঠ ছাড়ার পথে থাকতেই আবেদন তুলে নেয় খুলনা। হাত ইশারায় তাকে ডেকে পাঠান মিরাজ। এই সংস্করণে বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হওয়া থেকে রক্ষা পান তিনি।
ম্যাচে অবশ্য এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়েনি। কারণ প্রথম বলেই শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ও'কনেল।
এর কিছুক্ষণ পরই ব্রডকাস্টার ক্যামেরায় চিটাগং কিংসের শুভেচ্ছাদূত শাহিদ আফ্রিদি সাক্ষাৎকার নিতে দেখা যায় ফারভিজ মাহরুফকে। ও'কনেলের টাইমড আউটের ঘটনায় মিরাজের প্রশংসা করেন আফ্রিদি।
নিয়মের বিচারে এটি অবশ্যই আউট। তবে এসব ক্ষেত্রেই মূলত স্পিরিট অব ক্রিকেটের বিষয়টা আসে। সব মিলিয়ে ভালো।
গত ডিসেম্বরে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে টাইমড আউট হন ঘানার বিপক্ষে সিয়েরা লিওনের গডফ্রেড ব্যাকওয়েনইয়াম।
এর কিছুদিন আগেই আরেকটি টাইমড আউট ঘিরে তোলপাড় পড়ে যায় ক্রিকেটবিশ্বে। ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ টাইমড আউট হন বাংলাদেশের বিপক্ষে।
এআর