ঢাকা: কখনও নাহিদ রানার গতি, কখনো ফরচুন বরিশালের ব্যাটারদের পরাস্ত করলো খুশদিল শাহের স্পিন। তাতে তারা আটকে গেল অল্পতেই।
ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্সের দুই ব্যাটার ফেরেন শূন্যতে। তবে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের শতরান পেরোনো জুটিতে সহজ জয়ই পেয়েছে তারা।
বরিশালের দেয়া ১২৫ রানের লক্ষ্য ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে পাড়ি দিয়েছে রংপুর রাইডার্স। ৮ উইকেটের বিশাল জয়ে টানা তিন ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে রয়েছে রংপুর।
হাইভোল্টেজ ম্যাচে যেভাবে ব্যাটে-বলে লড়াইয়ের প্রত্যাশা করেছিলো সবাই, তেমনটা হলো না। টস হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে ১৮.২ ওভারে মাত্র ১২৪ রান করে অলআউট হয়ে যায় তামিম ইকবালের দল। জবাবে ১৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় রংপুর।
[240965]
একজন দেশি এবং একজন ইংলিশ ব্যাটারের ব্যাটে অনবদ্য জয়টি পেয়েছে রংপুর। দু’জন গড়েছেন ১১৩ রানের অপরাজিত জুটি।
দেশি ব্যাটার সাইফ হাসান। ৪৬ বলে অপরাজিত থাকলেন ৬২ রানে। ৬টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মেরেছেন। বিদেশি ব্যাটার অ্যালেক্স হেলস। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকলেন। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার মারলেন তিনি।
১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় একটি ধাক্কা খেয়ছিলো রংপুর রাইডার্স। ১০ এবং ১৫ রানের মধ্যে দুই ব্যাটার আজিজুল হাকিম তামিম এবং তৌফিক খানকে ফিরিয়ে দেন বরিশালের ইকবাল হোসেন ইমন। দু’জনই রানের খাতা খুলতে পারেননি। আজিজুল হাকিম গোল্ডেন ডাক মারেন। ইকবালের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দেন তিনি। তৌফিক খান খেলেন ৩ বল। তিনিও একই ওভারে ইকবালের বলে তানভির ইসলামের হাতে ক্যাচ দেন।
এআর