ঢাকা: নতুন কিছুর আশায় একাদশে ছয়-ছয়টি পরিবর্তন এনেছিল শাকিব খানের ঢাকা। কিন্তু পারফরম্যান্স এ দিন হলো তাদের আরও বাজে। নতুন ফ্র্যাঞ্চাইজিটিকে পরপর চতুর্থ হারের তেতো স্বাদ দিয়ে রংপুর পেল টানা পঞ্চম জয়।
বিপিএলে মঙ্গলবার ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে হার দেখলো থিসারা পেরেরার দল, রয়ে গেলো পয়েন্ট তালিকার তলানিতে।
[241252]
ঢাকাকে ১১১ রানেই গুটিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন নাহিদ রানা-খুশদিল শাহরা। জবাব দিতে নেমে আরও একবার ব্যর্থ যুব দলের আজিজুল হাকিম তামিম। ১৪ বল খেলে ৫ রান করে আউট হয়ে যান তিনি।
তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস আরও একবার ঝড় তুলেছেন। ২৭ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৪৪ রান করেন তিনি। সাইফ হাসান ১৫ বলে ১৩ রানের ধীর ইনিংস খেলে ফেরেন।
এরপর দ্রুতই ম্যাচ শেষ করে দেন খুশদিল শাহ। ১৩ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন পাকিস্তানি অলরাউন্ডার। সঙ্গে আরেক পাকিস্তানি ইফতিখার আহমেদ অপরাজিত ছিলেন ১২ বলে ৯ রানে।
মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেন একটি উইকেট।
এআর