চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার অপেক্ষা, বাদ পড়ছেন তারকা ক্রিকেটার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৩:১২ পিএম

ঢাকা : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্ট শুরুর আগে ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে প্রাথমিক দল পাঠাবে বাংলাদেশ। ১৫ সদস্যের সেই স্কোয়াড ঘোষণা হতে পারে বুধবার (৮ জানুয়ারি)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কখন দল ঘোষণা করবেন, তার অপেক্ষায় অধীর ভক্তরা। তবে বেশ জোরালো গুঞ্জন, বাদ পড়তে পারেন একাধিক তারকা ক্রিকেটার। তালিকায় ওপরের দিকে আছেন লিটন কুমার দাস। ছন্দহীন লিটনকে ছাড়াই দল সাজাতে পারে বিসিবি।

[241332]

আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকার শঙ্কা আছে সৌম্য সরকারকে ঘিরেও। ওয়েস্ট ইন্ডিজে সম্প্রতি বেশ ভালো ছন্দে ছিলেন সৌম্য। তাকে ঘিরে ফের আশা জাগতে শুরু করে। কিন্তু, চলমান বিপিএলেও রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি। চোট তাকে ছিটকে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিরতে পারেন কি না, তা নিয়ে সংশয় কাটেনি।

শঙ্কা আছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে। তামিম বরাবরই নিজেকে ধোঁয়াশায় রাখেন। গত দেড় বছরে জাতীয় দলে ফেরা না ফেরার বিষয়টি ঝুলিয়ে রেখেছেন তিনি। তামিমের সঙ্গে আজ আবারও বৈঠকে বসেছে বিসিবি। বৈঠক শেষে আসবে সিদ্ধান্ত।

[241331]

অন্যদিকে, সাকিব আল হাসানের খেলা নিয়েও আছে দোলাচল। বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার পর দুটি পরীক্ষা দিয়েছেন সাকিব। একটিতে ফল পক্ষে এলেও পরেরটির ফলাফল হাতে আসেনি। বিসিবিও তাই সাকিবের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে।

এমটিআই