বছরের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামছে রিয়াল-বার্সা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৩:৫৮ পিএম

ঢাকা: নতুন বছরের শুরুতেই রোমাঞ্চকর এল ক্লাসিকোর স্বাদ পেতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা। সেটাও আবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। 

রোববার (১২ জানুয়ারি) জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বাংলাদেশ সময় রাত একটায় শিরোপার লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।

সৌদি আবরে এ নিয়ে টানা তিন মৌসুমে সুপার কাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল-বার্সা। এল ক্লাসিকোর এই লড়াইটা বর্তমানে ১-১ ড্র। ২০২৩ সালে বার্সেলোনা জেতার পর ২০২৪ সালে জিতেছে রিয়াল মাদ্রিদ। আজ যেকোনো এক দলের এগিয়ে যাওয়ার পালা। 

রিয়ালের জন্য অবশ্য এই ম্যাচটা আরেকটা দিক থেকে গুরুত্বপূর্ণ। আজ জিতলে সুপার কাপে সর্বোচ্চ ১৪ শিরোপা জেতায় তারা ছুঁয়ে ফেলবে বার্সাকে। আর বার্সার লক্ষ্য থাকবে আজ শিরোপা জিতে ব্যবধানটা আরেকটু বাড়িয়ে নেওয়ার।

[241583]

এল ক্লাসিকোর এই লড়াইয়ে কোনো দলকেই একক ফেবারিট বলা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে দুই দলই একে অন্যের কাছে বড় ব্যবধানে হেরেছে।

সর্বশেষ সুপারকাপের ফাইনালে রিয়াল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সাকে। আর লা লিগায় চলতি মৌসুমের প্রথম লেগে বার্নাব্যুতে গিয়ে বার্সা জিতেছিল ৪-০ গোলে।

এরপরও সর্বশেষ ম্যাচটিকে দৃষ্টান্ত হিসেবে নিলে বার্সাকে খানিকটা এগিয়ে রাখতেই হবে। বিশেষ করে বার্নাব্যুতে গিয়ে যেভাবে রিয়ালকে বিধ্বস্ত করে এসেছিল, তা অনেক দিন মনে রাখার মতো। সেদিন রিয়াল কোচ আনচেলত্তিকে রীতিমতো টেকটিক্যাল ‘মাস্টারক্লাস’ দিয়ে এসেছিলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক।

বার্সার জন্য ম্যাচটা সেই ধারাবাহিকতা ধরে রাখার হলেও রিয়ালের জন্য প্রতিশোধের। এই প্রতিশোধ শুধু ম্যাচ হারার নয়, অপমানেরও। ঘরের মাঠে নাস্তানাবুদ হওয়ার। সেদিন বড় ঝড়টা গিয়েছিল এমবাপ্পে-ভিনিসিয়ুস-বেলিংহামদের ওপর। আজ বার্সাকে হারিয়ে নিশ্চয় সেদিনের যন্ত্রণা ভুলতে মরিয়া থাকবেন এই তিনজন।

এআর