মেসির মহত্ত্বে মুগ্ধ হয়ে ভক্ত বনে গেলেন বাস্কেটবল কিংবদন্তি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১২:২৭ পিএম

ঢাকা : লিওনেল মেসির জনপ্রিয়তা দেশ-কালের গণ্ডি ছাড়িয়ে গেছে সেই কবেই। বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত আছে। অন্য খেলার সুপারস্টারেরাও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের ভক্ত। তাদের অন্যতম হলেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারি।

চারবারের এনবিএ চ্যাম্পিয়ন সম্প্রতি বলেছেন, তিনি মেসির দ্বারা অনুপ্রাণিত এবং মেসির প্রতি তার ভীষণ শ্রদ্ধা আছে।

লিওনেল মেসি তার মাঠের পারফর্মেন্স এবং এমনকি মাঠের বাইরের বিনয়ী আচরণের জন্য ভক্ত, সহকর্মী ফুটবলার এবং মিডিয়ার কাছ থেকে প্রশংসা পেয়েছেন। তবে মেসিও যে স্টিফেন কারিকে অনুসরণ করেন, সেটা দেখা গেছে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে খেলতে নেমে তাকে কারির অনুকরণে ‘নাইট নাইট’ উদযাপন করতে দেখা গেছে। একপর্যায়ে মেসির সঙ্গে জার্সিও বদল স্টিফেন কারি।

[241783]

এবার মেসিকে নিয়ে স্টিফেন কারি বললেন, ‘মহত্বই মহৎ কিছু করার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আপনি এটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারেন। ফুটবল থেকে বাস্কেটবলে সুনির্দিষ্টভাবে কিছু নেওয়ার নেই, তবে দীর্ঘদিন খেলে যাওয়া, সৃজনশীলতা এবং বিশ্বজুড়ে খেলাধুলায় তার প্রভাব থেকে নেওয়ার আছে। আপনাকে অবশ্যই তার মহত্বের প্রশংসা করতে হবে, যা আপনাকে অনুপ্রাণিত করবে। মাঠ এবং মাঠের বাইরে তিনি (মেসি) নিজেকে যেভাবে উপস্থাপন করেন, সেটার প্রতি আমার পরম শ্রদ্ধা আছে।’

সম্প্রতি মেসিকে নিয়ে গুজব রটেছিল যে, তিনি নাকি ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন। তবে তিনি মায়ামিতেই এমএলসের প্রস্তুতি নিচ্ছেন। যোগ দিয়েছেন অনুশীলনে। ২০২৫ এমএলএস মৌসুমের আগে ইন্টার একাধিক প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি ১৯ জানুয়ারি ক্লাব আমেরিকার বিপক্ষে।

এমটিআই