ঢাকা: শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন থেকেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন শরীরগঠন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মোহাম্মদ নজরুল ইসলাম।
বুধবার (১৫ জানুয়ারি) ভোরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ছেড়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাবেক কোষাধক্ষ্য জহির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘নজরুল ভাই অনেক দিন ধরে গ্যাসট্রিকের সমস্যায় ভুগছিলেন। উনার পাকস্থলীতে পানি জমে গিয়েছিল বেশ কিছু দিন। কোনও খাবার খেতে পারছিলেন না। হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই মারা গেছেন।’
[241817]
নজরুল ইসলাম এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি পড়াশুনা করেন স্কুল জীবনে আরমানিটোলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন প্রাণি বিদ্যা বিভাগে ভর্তি হন। খেলোয়াড়ী জীবনে বডিবিল্ডিং, কুস্তি ও জুডো চর্চা করেছেন। জাতীয় কুস্তি প্রতিযোগিতায় দুবার রুপা জিতেছেন। জুডোতে ব্রাউন বেল্ট পেয়েছেন। এছাড়া বডিবিল্ডিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সোনা জিতেছেন। পেয়েছেন মিস্টার বাংলাদেশ খেতাব।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের ছাত্র সংসদে সহ ক্রীড়া সম্পাদক হন একবার। এরপর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় এফ এইচ হল ব্যায়ামাগার প্রতিষ্ঠাসহ বডিবিল্ডং প্রতিযোগিতা আয়োজন করেন।
আইএ