সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনায় রাজশাহী

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১০:০৪ পিএম
সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনায় রাজশাহী

ঢাকা: সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা আরেকটু বাড়িয়েছে দুর্বার রাজশাহী। আগেই বাদ পড়া সিলেটকে গ্রুপের পর্বের শেষ ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে তাসকিন আহমেদের দল।

সোমবার (২৭ জানুয়ারি) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১৭ রান করে সিলেট। জবাবে ৫ উইকেট আর ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে রাজশাহী।

প্লে-অফে যাওয়ার পথে নিজেদের সম্ভব্য সব কাজই করেছে রাজশাহী। ১২ ম্যাচে ১২ পয়েন্ট (রানরেট -১.০৩০) নিয়ে টেবিলের তিনে উঠেছে তারা। রাজশাহীর আর কোনো ম্যাচ বাকি নেই। আবার প্লে-অফও এখনো নিশ্চিত নয়। যে কারণে শেষ চারে খেলতে তাসকিনদের তাকিয়ে থাকতে হবে তিন ম্যাচ হাতে থাকা চিটাগং কিংস ও দুই ম্যাচ হাতে থাকা খুলনা টাইগার্সের দিকে।

রাজশাহীকে প্রার্থনা করতে হবে খুলনা যেন যেকোনো এক ম্যাচে হেরে যায়। যদি খুলনা দুই ম্যাচের দুটিতেই জিতে, সেক্ষেত্রে তিন ম্যাচেই সবগুলোতেই হারতে হবে চিটাগংকে।

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে চিটাগং (রানরেট ১.০৪৫)। পাঁচে থাকা খুলনার পয়েন্ট ১০ ম্যাচে ৮, রানরেট -১.১৭৫।

আইএ

AddThis Website Tools