শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৪ হাজারি কোহলি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৯:১৯ পিএম

ঢাকা : পেসার হারিস রউফের অফ স্টাম্পের বাইরের বল চমৎকার কাভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠালেন ভিরাট কোহলি। এই চারে ভারতের তারকা স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক, গড়লেন আরেকটি রেকর্ড।

ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড এখন কোহলির। তিনি ভেঙে দিলেন আরেক কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের রেকর্ড।

মাইলফলক থেকে ১৫ রান দূরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোববার পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন কোহলি। দুবাইয়ে রান তাড়ায় ত্রয়োদশ ওভারে ওই শটে কাঙ্ক্ষিত ঠিকানায় পা রাখেন তিনি।

টেন্ডুলকার ১৪ হাজারের সীমানা ছুঁয়েছিলেন ৩৫০ ইনিংসে। কোহলির লাগল স্রেফ ২৮৭ ইনিংস। কুমারা সাঙ্গাকারার লেগেছিল ৩৭৮ ইনিংস।

[244610]

এই তিন জন ছাড়া ১৪ হাজার রান নেই ওয়ানডে ইতিহাসে আর কারও।

৮ থেকে ১৩ হাজার রানেও দ্রুততম ৩৬ বছর বয়সী কোহলি।

২০২৩ সালের সেপ্টেম্বরে ১৩ হাজার ছুঁয়েছিলেন তিনি ২৬৭ ইনিংসে। পরের এক হাজার রান করতে লাগল ঠিক ২০ ইনিংস।

কোহলির ওয়ানডে অভিষেক ২০০৮ সালের অগাস্টে, শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলাতে। সেখান থেকে ১৪ হাজারে পৌঁছতে তার সময় লাগল ১৬ বছর ১৮৯ দিন। অভিষেক থেকে ১৪ হাজারে যেতে টেন্ডুলকারের লেগেছিল ১৬ বছর ৫০ দিন, সাঙ্গাকারার ১৪ বছর ২৪৬ দিন।

এই সংস্করণে সবচেয়ে বেশি ৫০ সেঞ্চুরির রেকর্ডও কোহলির। ২০২৩ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০তম সেঞ্চুরিটি করে তিনি ছাড়িয়ে যান টেন্ডুলকারকে (৪৯)।

এমটিআই