ঢাকা : মেঘালয় ভারতের উত্তর-পূর্বের রাজ্য। যার রাজধানী শিলংয়ের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫২৫ মিটার ওপরে। পাহাড় ঘেড়া এই শহরে ২৫ মার্চ স্বাগতিক ভারতের মুখোমুখি হতে যাওয়া বাংলাদেশ দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে এখন আছে সৌদি আরবে। অনেকেই ভ্রু কুঁচকে ফেলছেন নিশ্চয়। মধ্যপ্রাচ্যের তীব্র গরমের কথা কে না জানে। ধূসর মরুভূমির এই দেশে কেন ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে গেলো বাংলাদেশ?
অন্তত শিলংয়ের সঙ্গে তো সৌদি আরবের আবহাওয়া একেবারেই বেমানান। সাদা চোখে এই প্রশ্নটাই আসবে সবার মনে। তবে বাংলাদেশ যেখানে ঘাঁটি গেড়েছে, সেই তায়েফকে ঠিক সৌদির ধুধু মরুভূমির সঙ্গে মেলানো যাবে না পুরোপুরি। শহরটা পাহাড়ের ওপর। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা শিলং শহরের চেয়ে বেশি, ১৮৭৯ মিটার। পাথুরে শহর হলেও সবুজের কমতি নেই। সবচেয়ে বড় ব্যাপার হলে এই শহরের আবহাওয়া।
[245741]
সূর্যের আলোতে গরম লাগে ঠিক, তবে সন্ধ্যে নামলেই হিম শীতল আবহাওয়ায় আপনাকে ভালোই ভোগাবে। মার্চের শেষ দিকে শিলংয়ের সন্ধ্যের আবহাওয়া যেমন আপনাকে ঠান্ডার আমেজ দেবে, তায়েফে সেরকম আবহাওয়ায় হাভিয়ের কাবরেরা প্রস্তুত করছেন দলকে।
কেবল আবহাওয়া আর উচ্চতার মিল চিন্তা করে সৌদি আরবে দুই সপ্তাহের জন্য যায়নি বাংলাদেশ দল। আসলে সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক লিখিত চুক্তির সুবিধে নিতে প্রায়ই সেখানে ক্যাম্প করে জাতীয় দল। যদিও এখন আর লিখিত চুক্তি মেয়াদ নেই। তারপরও সৌদি ফেডারেশন সুযোগটা উন্মুক্ত রেখেছে বাংলাদেশের জন্য।
[245723]
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের জন্ম ও বেড়ে ওঠা তায়েফ শহরে। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানালেন, 'সৌদির সবচেয়ে সুন্দর আবহাওয়া তায়েফ শহরে। দিনে-রাতে সবসময়ই ঠান্ডা থাকে। বৃষ্টিও হয়। প্রচুর সবুজের দেখা পাবেন সেখানে।' সেখানে বাংলাদেশের ক্যাম্প করার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'কোচের চাওয়া অনুযায়ী এটা আমরা করেছি। তিনি (কাবরেরা) চেয়েছিলেন তায়েফেই ক্যাম্প করতে। আমরা সেভাবেই সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করি। তারা সেখানে সব ধরণের সুযোগ সুবিধা দিতে রাজি হওয়ার পর আমরা দল পাঠাই। সেখানে যাওয়া বিমানভাড়া কেবল আমাদের দিতে হচ্ছে। বাকী সবকিছুই সৌদি কর্তৃপক্ষ দিচ্ছে।'
শিলংয়ের সঙ্গে মানানসই কীনা জানতে চাইলে তিনি বলেন, 'দেখুন আমি খুব বেশি টেকনিক্যাল লোক নই। তবে ওখানকার আবহাওয়া সম্পর্কে ধারণা আছে বলেই বলছি, এটা আমাদের জন্য কার্যকরী হয়ে উঠতে পারে শিলংয়ের উচ্চতা ও আবহাওয়া চিন্তা করলে।'
এদিকে কোচ থেকে শুরু করে ক্যাম্পে থাকা একাধিক ফুটবলার তায়েফের উচ্চতা ও আবহাওয়ায় ট্রেনিংয়ের সুযোগ পেয়ে সন্তুষ্ট। শিলংয়ের সঙ্গে মিলে যায় বলেই তারা প্রত্যয়ী এই প্রস্তুতি কাজে লাগিয়ে ভারতকে থমকে দিতে
এমটিআই