ঢাকা: নিজেদের আঙিনায় শুরু থেকে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল উপহার দিল বার্সেলোনা। দারুণ ধারাবাহিকতায় বেনফিকার বিপক্ষে আবারও জালের দেখা পেলেন রাফিনিয়া। চোখধাঁধানো একটি গোল করলেন লামিনে ইয়ামাল।
একে অপরের গোলে অবদানও রাখলেন তারা। দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল।
অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় পরের ধাপে পৌঁছে গেছে তারা।
লেভারকুজেন-বায়ার্ন
প্রথম লেগে তিন গোল হজমের পর ঘরের মাঠে ‘মিরাকলের’ আশায় ছিল বায়ার লেভারকুজেন। কিন্তু তেমন একটা লড়াই করতেই পারল না তারা। তাদের ফের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতায় শেষ আটের মঞ্চে এখন ভিনসেন্ট কোম্পানির দল।
পিএসজি-লিভারপুল
প্যারিসে আক্রমণের স্রোত বইয়ে দিয়েও সাফল্য না পাওয়া পিএসজি এবার শুরুতেই প্রতিপক্ষের বাঁধ ভেঙে দিল। পরে চলল আক্রমণ-পাল্টা আক্রমণ। দ্বিতীয়ার্ধে আধিপত্য করল লিভারপুল; কিন্তু জানলুইজি দোন্নারুম্মা রইলেন চীনের প্রাচীর হয়ে। লড়াই গড়াল টাইব্রেকারে এবং সেখানেও নায়ক তিনিই। তার বিশ্বস্ত কাঁধে চড়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পা রাখল ফরাসি ক্লাবটি।
[245779]
শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার রাতে লিভারপুলের আঙিনা অ্যানফিল্ডে জয়োল্লাস করল পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে পরাজিত ফরাসি দলটি এখানে জিতল একই ব্যবধানে। এরপর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে বাজিমাত করল লুইস এনরিকের দল।
ইন্টারমিলান ২ (৪) : (১) ১ লেয়েনুর্দ রটারডাম
প্রথম লেগে নেদারল্যান্ডসে গিয়ে ফেয়েনুর্দের মাঠ থেকে ২-০ গোলে জয় নিয়ে ফিরেছিল ইন্টারমিলান। কোয়ার্টার ফাইনাল বলা যায় তখন নিশ্চিতই করে ফেলেছিলো তারা। কারণ, ফিরতি লেগে ফেয়েনুর্দকে জিততে হতো অন্তত ৩ গোলের ব্যবধানে। যা ইন্টারের মাঠ থেকে প্রায় অসম্ভব।
উল্টো ২-১ গোলে হেরে বাড়ির পথ ধরতে হয়েছে ফেয়েনুর্দকে। দুই লেগ মিলিয়ে ডাচ ক্লাবটির পরাজয় ৪-১ গোলে। তাদেরকে হারিয়ে শেষ আট নিশ্চিত করলো সিরি আ’র শীর্ষে থাকা ক্লাব ইন্টার মিলান। শেষ আটে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।
ইন্টার মিলান সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ সালে। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিলো ইন্টার। সব মিলিয়ে সেবার ট্রেবল জিতেছিলো তারা। এবারও সে সম্ভাবনা আছে। যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে! সঙ্গে কোপা ইতালিয়ার সেমিফাইনালে খেলবে তারা, আছে সিরি আ’র শীর্ষে।
এআর