ভারতকে রুখে দেওয়ার কৌশলে নজর বাংলাদেশের

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৩:৪৭ পিএম

ঢাকা : আরও একটি ভারত-বাংলাদেশ লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। চলতি মাসেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে শিলংয়ে মুখোমুখি হবে দুদল। সেই ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে অনুশীলনরত ফুটবলারদের ভারতকে আটকানোর কৌশলেই বেশি নজর দিতে হচ্ছে কোচকে।

সৌদি আরবে চলমান ক্যাম্পে ‘ডিফেন্ডিং ব্লক ও প্রেসিং’ নিয়ে কাজ শুরুর কথা জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন বলেন, আজকে আমরা যে দিকে মনোযোগ দিয়েছিলাম, সেটা হচ্ছে কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লক করব।

[245949]

কে প্রেসিংয়ে যাবে, তখন কে তাকে ব্যালান্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু তথ্য…পাশাপাশি ভারত কিভাবে আক্রমণে ওঠে এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব, এ নিয়ে আমাদের ক্লাসগুলো হয়েছে। বেশ উপভোগ্য ছিল আজকের সেশন। এই প্রস্তুতিতে ছেলেদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, এনার্জির বিষয় ছিল এবং প্রত্যেককে দেখা গিয়েছে, তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছে।

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড আরিফ হোসেন। দলে সুযোগ পেতে সেরাটা উজাড় করে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছি। আলহামদুলিল্লাহ। সবাই যেভাবে উপভোগ করছে, আমিও উপভোগ করছি। জাতীয় দলের বিষয় তো আলাদা।

[245894]

জাতীয় দলে অনুশীলন তো একটু কঠিন হবে, সেটাই স্বাভাবিক। এটা আমার জন্য কঠিন, কিন্তু আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। চেষ্টা করছি দলে ঢোকার জন্য, ইনশাল্লাহ। এখানে সবাই ভালো, বন্ধুর মতো, বড় ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো।

এমটিআই