ঢাকা: সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হওয়া পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে করেছে ১৩৫ রান। সেটিও বৃষ্টির কারণে নেমে আসা ১৫ ওভারের ম্যাচে।
যদিও পাকিস্তানের এই উন্নতি ম্যাচের ফলে কোনো পার্থক্য নিয়ে আসতে পারেনি। প্রথম ম্যাচে ৯ উইকেটে হারা পাকিস্তান আজ হেরেছে ৫ উইকেটে।
পাকিস্তানের করা ১৩৫ রান নিউজিল্যান্ড তাড়া করে জিতেছে ১১ বল হাতে থাকতে। এই জয়ে ৫-ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরু হয়েছিল অবিশ্বাস্য। ইনিংসের প্রথম ওভারে কোনো রান না নিতে পারা নিউজিল্যান্ড পরের ১২ বলে ছক্কা মারে ৭টি। ইনিংসের প্রথম ৪৪ রানের মধ্যে ৪২ রানই ছক্কা মেরে নেন টিম সাইফার্ট ও ফিন অ্যালেন।
[246124]
২২ বলে ৪৫ রান করে ফিরেছেন সাইফার্ট। আরেক ওপেনার অ্যালেন করেছেন ১৬ বলে ৩৮। দুই ওপেনারই ছক্কা মেরেছেন ৫টি করে। এই মাঠে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১২৫ বল খেলেছেন অ্যালেন। এর মধ্যে ছক্কাই মেরেছেন ৩১টি।
পাকিস্তানের বিপক্ষে এখানে ৭৮ বলে ২১টি ছক্কা মেরেছেন এই ওপেনার। দুজনের এমন ঝোড়ো শুরুর পর হেসেখেলেই রান তাড়া করেছে কিউইরা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরু আজও ভালো হয়নি। হাই রিস্ক গেম খেলতে গিয়ে ১৯ রানেই হারায় দুই ওপেনার হাসান নওয়াজ ও মোহাম্মদ হারিসকে। অধিনায়ক সালমান আগার ২৮ বলে ৪৬, শাদাব খানের ১৪ বলে ২৬ রানের ইনিংসেই মূলত বলার মতো ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
এআর