বাংলাদেশ-ভারত ম্যাচ কখন, কোথায় দেখবেন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০১:০৮ পিএম
বাংলাদেশ-ভারত ম্যাচ কখন, কোথায় দেখবেন

ঢাকা: প্রায় চার বছর পর আজ আবার ফুটবল মাঠে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মেঘালয়ের শিলংয়ে মুখোমুখি হবে দুই দল। 

২০২৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে লেস্টারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী হামজা চৌধুরীর।

[246537]

এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ও ভারত আছে ‘সি’ গ্রুপে। চার দলের গ্রুপের অন্য দুটি দল হংকং ও সিঙ্গাপুর। ডাবল লিগ পদ্ধতির গ্রুপ পর্ব শেষে গ্রুপের শীর্ষ দলটি সুযোগ পাবে ২০২৭ এএফসি এশিয়ান কাপে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হবে ২৪ দলের সেই টুর্নামেন্ট।

বাংলাদেশ-ভারত আজকের ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস। টি স্পোর্টসের অ্যাপেও দেখা যাবে ম্যাচটি।

ফুটবল মাঠে মুখোমুখি বাংলাদেশ-ভারত
কখন    সন্ধ্যা ৭-৩০ মি.
কোথায়    শিলং, ভারত
দেখাবে    টি স্পোর্টস টিভি ও অ্যাপ

এআর

AddThis Website Tools