আবেগি বার্তায় ম্যানসিটি ছাড়ার ঘোষণা ডি ব্রুইনির 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৭:১২ পিএম

ঢাকা : চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই বেলজিয়াম মিডফিল্ডার। মৌসুম শেষে চুক্তি শেষ হওয়ায় সিটিজেন শিবিরে তার এক দশকের পথচলার ইতি হচ্ছে। 

ডি ব্রুইনি তার পোস্টে লিখেছেন, ‘প্রিয় ম্যানচেস্টার। এই পোস্ট দেখে ভক্তরা ভাবতে পারেন, এর শিরোনাম কোথায়। আমি তাই সোজাসাপ্টা জানাচ্ছি, সামনের মাসগুলো ম্যানসিটির হয়ে আমার শেষ। 

এই বার্তা লেখা সহজ নয়। কিন্তু ফুটবলার হিসেবে আমরা জানি যে, এই দিন আসবেই। আজ সেই দিনের সামনে দাঁড়িয়ে আমি। এই ঘোষণা আমার থেকে প্রথম শোনা ভক্তদের প্রাপ্য। এই শহর, ক্লাব, এখানকার মানুষ আমাকে সবকিছু দিয়েছে এবং আমরাও সবকিছু জিতেছি।

[247053]

আমার ভালো লাগুক না লাগুক, এটাই বিদায় বলার সেরা সময়। এই শহর আমার পরিবারকে যা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ থাকব। ম্যানচেস্টার সবসময় আমার বাচ্চাদের পাসপোর্টে থাকবে এবং তার চেয়ে বড় কথা এই শহর থাকবে আমাদের হৃদয়ে। ১০ বছরের যাত্রায় এই শহর, ক্লাব, কোচিং স্টাফ, সতীর্থ, বন্ধুরা যা দিয়েছে একটা ধন্যবাদে তা বোঝানো যাবে না। সবকিছুর একটা শেষ থাকে। কেভিন ক্লাবে বাকি সময়টা উপভোগ করো।’ 

[247026]

ডি ব্রুইনির সঙ্গে ম্যানসিটি চুক্তি নবায়ন করছে না। বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। কিন্তু গত কয়েক মৌসুম ধরে ইনজুরি পিছু ছাড়েনি তার। সেটাই তার চুক্তি নবায়ন না হওয়ার কারণ। সংবাদ মাধ্যম দাবি করেছে, ফ্রি এজেন্টে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার নয়তো সৌদি প্রো লিগে যাবেন ডি ব্রুইনি।

এমটিআই