ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যাড়মেড়ে ম্যানচেস্টার ডার্বিতে গোলের দেখা মিলল না

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৯:৫২ এএম

ঢাকা : দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে যতটা উত্তেজনা বাইরে ছড়াল, মাঠে তার প্রতিফলন পড়ল না একটুও। বল নিয়ে ছোটাছুটি চলল, কয়েক দফায় গোলের উদ্দেশ্যে শটও হলো; কিন্তু কাঙ্ক্ষিত জালের দেখা মিলল না।

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগে গোলশূন্য ড্র ম্যাচটিতে ক্লান্তিকর ফুটবল খেলেছে উভয় দল।

চেলসিকে টপকে শীর্ষ চারে ফেরার সুযোগ থাকলেও কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি পেপ গুয়ার্দিওলার দল।

৩১ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি।

সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথম মিনিট থেকে বল নিয়ে মাঠের এপাশ থেকে ওপাশ ছোটাছুটি চলে, তবে ধারহীন আক্রমণে কেউই সেভাবে প্রতিপক্ষকে ভাবাতে পারছিল না।

২৭ ও ২৯তম মিনিটে দুটি ভালো সুযোগ তৈরি করে ইউনাইটেড; কিন্ত পাত্রিক ডগু ও মানুয়েল উগার্তে, কেউই শট লক্ষ্যে রাখতে পারেননি।

প্রথমার্ধে দুটি দলই গোলের জন্য চারটি করে শট নেয় এবং একটি করে লক্ষ্যে রাখতে পারে। তবে কোনো গোলরক্ষককেই কঠিন কোনো পরীক্ষা দিতে হয়নি।

[247204]

বিরতির পর সিটির খেলায় কিছুটা গতি বাড়ে। ৬৪তম মিনিটে দারুণ একটি সুযোগও তৈরি করে তারা। ওমার মার্মাউশের ফ্রি কিক রক্ষণ দেয়ালের ওপর দিয়ে গিয়ে লক্ষ্যেই ছিল, ঝাঁপিয়ে সেটা রুখে দেন আন্দ্রে ওনানা।

৭৭তম মিনিটে ইউনাইটেডও এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ পায়; কিন্তু মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউইয়ের জোরাল শট আটকে দেন এদেরসন।

দিনের আরেক ম্যাচে মাঠে নেমেছিল শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এগিয়ে থাকা লিভারপুল। ফুলহ্যামের মাঠে ৩-২ গোলে হেরে গেছে আর্না স্লটের দল।

৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট বেশি।

এমটিআই