নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১১:৫৩ এএম

ঢাকা : তথ্য গোপনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলেন নাসির হোসেন। অবশেষে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তার।

সোমবার (৬ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নেমেছেন নাসির। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স। দলটির একাদশে সুযোগ পেয়েছেন নাসির হোসেনও। উদ্বোধনী বোলারও ছিলেন তিনি। ১০ ওভার বল করে ৩১ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট।

[247216]

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে খেলার সময় একটি আইফোন উপহার পেয়েছিলেন নাসির। কিন্তু সেটির তথ্য গোপন করেছিলেন তিনি। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা অনুযায়ী, এমন তথ্য গোপন করাও অপরাধ। পরবর্তীতে বিষয়টি তদন্তে গিয়ে সত্যতা পায় আইসিসি, এবং নিজের দোষ স্বীকারও করেন নাসির।

নিয়ম ভঙ্গের দায়ে আইসিসি তাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে, যার মধ্যে ছয় মাস ছিল স্থগিত নিষেধাজ্ঞা। শাস্তির শর্ত পূরণ করায় রবিবার (৫ এপ্রিল) শেষ হয় তার নিষেধাজ্ঞার মেয়াদ। পরদিনই মাঠে ফিরলেন তিনি।

[247215]

দীর্ঘদিন পর আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাচ্ছে এক সময়ের জাতীয় দলের নিয়মিত মুখ নাসির হোসেনকে। এখন দেখার বিষয়, মাঠে ফিরে তিনি কতটা প্রভাব রাখতে পারেন।

এমটিআই