ঢাকা: আগেই নিজেদের নৈপুণ্য দিয়ে ভারতীয় ক্রিকেটের চুড়ায় অবস্থান করছেন অধিনায়ক বিরাট কোহলি, সাবেক অধিনায়ক এমএস ধোনী ও রবিচন্দ্রন অশ্বিন। এবার তাদের কাতারে যোগ দিলেন চেতশ্বর পুজারা, রবিন্দ্র জাদেজা ও মুরালি বিজয়। নতুন মৌসুমে ঘোষিত ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের স্থান সুসংহত করেছেন তারা।
বুধবার (২৩ মার্চ) কমিটি অব এডমিনিস্ট্রেশন (সিওএ) সভায় মিলিত হয়ে এই সিদ্ধান্ত নেয়। এছাড়া খেলোয়াড়দের বার্ষিক আয়ের পরিমাণও দ্বিগুণ করা হয়েছে। গ্রেড-এ তালিকাভুক্ত খেলোয়াড় বার্ষিক ২ কোটি রুপি করে পাবেন। অন্যদিকে গ্রেড-বি ও গ্রেড-সি তালিকাভুক্ত খেলোয়াড়রা যথাক্রমে এক কোটি রুপি ও ৫০ লাখ রপি করে পাবেন। চুক্তিভূক্ত অর্থ ছাড়াও ক্রিকেটাররা প্রতিটি টেস্টের জন্য ১৫ লাখ, ওয়ানডের জন্য ৬ লাখ ও টি২০ ম্যাচের জন্য ৩ লাখ টাকা করে আয় করবেন।
এর আগে ২০১৫-১৬ মৌসুমে যেখানে জাদেজা গ্রেড-সি’তে ছিলেন সেখানে বিশ্বের এক নম্বর টেস্ট র্যাঙ্কিং খেলোয়াড় হিসেবে গ্রেড-এ’তে উঠে এসেছেন এই তারকা স্পিনার। পুজারা ও বিজয় গ্রেড-বি’তে থাকলেও জাদেজা একবারে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন।
সর্বমোট ৩২ জন খেলোয়াড়কে তিনটি ক্যাটাগরীতে ভাগ করা হয়েছে। ২০১৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকরী হয়ে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হবে।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, সাবেক অধিনায়ক এমএস ধোনী, রবিচন্দ্রন অশ্বিন ও অজিঙ্কে রাহানে গ্রেড-এ’তে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে রোহিত শর্মা, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি ও উমেশ যাদব গ্রেড-বি’তে অন্তর্ভূক্ত হয়েছেন।
গ্রেড-বি’তে নতুন অন্তর্ভূক্ত হওয়া খেলোয়াড়রা হলেন কেএল রাহুল, রিদ্ধিমান সাহা, জসপ্রিত বুমরাহ ও যুবরাজ সিং। এর মধ্যে রাহুল ও সাহা এর আগে গ্রেড-সি’তে ছিলেন। আগের মৌসুমে তালিকার বাইরে থাকা বুমরাহ ও যুবরাজ এবার তাদের জায়গা ফিরে পেয়েছেন। শিখর ধাওয়ান ও আম্বাতি রাইডু একধাপ নীচে নেমে গেছেন। এবারের মৌসুমে সি-ক্যাটাগরীতে তাদের জায়গা হয়েছে। সি-গ্রেডেই এবার সবচেয়ে বেশী ১৭জন খেলোয়াড়ের জায়গা হয়েছে। যাদের মধ্যে নতুন হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন করুন নায়ার, জয়ন্ত যাদব, শারডুল ঠাকুর ও রিশাব পান্তে।
তারকা খেলোয়াড় হিসেবে তালিকা থেকে বাদ পড়েছেন সুরেশ রাইনা। এছাড়া আরো বাড় পড়েছেন বরুন এ্যারন, স্টুয়ার্ট বিনি, কারান শর্মা, হারভাজন সিং, মোহিত শর্মা ও শ্রীনাথ অরভিন্দ।
গ্রেড-এ: বিরাট কোহলি, এমএস ধোনী, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কে রাহানে, চেতশ্বর পুজারা, রবিন্দ্র জাদেজা, মুরালি বিজয়।
গ্রেড-বি: রোহিত শর্মা, কেএল রাহুল, ভূবনেশ্বর কুমার, মোহাম্মদ সামী, ইশান্ত শর্মা, উমেধ যাদব, রিদ্ধিমান সাহা, জাসপ্রিত বুমরাহ, যুবরাজ সিং।
গ্রেড-সি: শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, অমিত মিশ্র, মানিশ পান্ডে, আক্সার প্যাটেল, করুন নায়ার, হারদিক পান্ডে, আশিষ নেহরা, কেদার যাদব, ইয়ুজভেন্দ্র চাহাল, পার্থিব প্যাটেল, জয়ন্ত যাদব, মানদীপ সিং, ধাওয়াল কুলকার্নি, শারদুল ঠাকুর, রিশাব পান্তে।
সোনালীনিউজ/ঢাকা/জেডআই