গিনেস বুকে নাম তুলতে ৭ দিন ধরে কাঁদলেন যুবক

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৮:৫৩ পিএম

ঢাকা: গিনেস বুকে নাম রেকর্ডের চেষ্টায় টানা সাতদিন ধরে কাঁদলেন ২৬ বছর বয়সী নাইজেরিয়ান এক যুবক। এতে সাময়িকভাবে নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন টেম্বু এবেরে নামের এই ব্যক্তি। বিবিসির এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, টেম্বু তার দৃষ্টিশক্তি হারিয়েছেন, কারণ তিনি পুরো এক সপ্তাহ ধরে টানা কান্না করে বিশ্ব রেকর্ডের প্রচেষ্টায় অবিরাম চোখের পানি ফেলেছিলেন। এর ফলে ৪৫ মিনিটের জন্য আংশিকভাবে অন্ধ হওয়ার আগে তার মাথাব্যথা এবং চোখ-মুখ ফোলা ছিল।

টেম্বু বিবিসিকে জানান, যেহেতু গিসেস বুকে নাম লেখানোর জন্যে তিনি আবেদন করেননি, তাই তার এই রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না।

নাইজেরিয়া থেকে অনেকেই গিনেস বুকে নাম লেখানোর জন্য অনেক অদ্ভুত অদ্ভুত পদক্ষেপ নিয়েছেন এর আগেও। কিছুদিন আগেও হিলডা বাসি নামের একজন শেফ ১০০ ঘণ্টা রান্নার রেকর্ড করেন। যদিও ৯৩ঘণ্টা ১১ মিনিটের অফিসিয়াল রেকর্ড ধারণ করা হয়েছে।

নাইজেরিয়ানদের তাদের পাগলাটে বিভিন্ন কাজের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/আইএ