ঢাকা: মেয়ে যৌন হেনস্তার শিকার হচ্ছে। বিদেশে বসে এ খবর পেয়েছিলেন বাবা। হেনস্তা যিনি করছিলেন তিনিও দূরের কেউ নেন, তাদেরেই আত্মীয়। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো সুরাহা পাওয়া যায়নি। শেষে দেশে ফিরে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেছেন ওই বাবা।
ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে। আনজানেয়া প্রসাদ নামে ওই ব্যক্তি ছিলেন কুয়েতে। সেখান থেকে দেশে ফিরে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
[239520]
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, আনজানেয়ার ১২ বছরের মেয়ে তাদের এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করছিল। সেখানে থাকা ৫৯ বছরের আত্মীয় তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন। এ ঘটনা কিশোরী তার বাবাকে জানান। প্রবাসী বাবা ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্তকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়। পুলিশের দেওয়া এ শাস্তি পছন্দ করেননি আনজানেয়া প্রসাদ। তাই তিনি মেয়ের হেনস্তাকারীকে শাস্তি দিতে কুয়েত থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে নিজ গ্রামে এসে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেন এবং ওইদিনই আবার কুয়েতে চলে যান।
এখানেই শেষ নয় ভিডিওবার্তায় হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেছেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেন, গত ৭ ডিসেম্বর মধ্য রাতে আনজানেয়ুলু তার বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন, তখন তিনি লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন। তার দাবি পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বাধ্য হয়েই নিজের হাতে বিচার করেছেন।
ইউআর