বাসন মেজে, রুটি বানিয়ে ভাইরাল বানর

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১২:০৪ পিএম

ঢাকা: মানুষের মতো বাসন মাজছে, রুটি বেলছে বানর। গৃহকর্মে নিপুণ এই বানরটি মশলাও বাটতে পারে। সম্প্রতি এই বানরের বাসন মাজার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, গৃহকর্মে নিপুণ এই বানরের নাম রানি। ভারতের উত্তরপ্রদেশের এক গ্রামের বাসিন্দা সে। এক কৃষক পরিবারের সঙ্গে থাকে রানি। পরিবারের বাকি সদস্যরা যেমন ঘরের কাজ সামলান, বানর রানিও তেমন। মোবাইল ফোনে ভিডিও দেখতেও খুব ভালবাসে রানি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বানরের গৃহকর্মে ভিডিও।  

[241089]

উত্তরপ্রদেশের রায়বেরলি জেলার সাদওয়া গ্রামে থাকে এই ‘ওয়ার্কিং মাঙ্কি’ রানি। গত ৮ বছর ধরে ওই গ্রামেরই এক কৃষক পরিবারের সদস্য সে। ওই পরিবারের গৃহকর্তার নাম বিশ্বনাথ। বিশ্বনাথের পরিবার জানায়, কেউ বানর বলুক এটা নাকি মোটেই পছন্দ নয় রানির।  

কৃষক বিশ্বনাথের পরিবারের একজন হয়ে থাকে বানরটি। খাওয়া-দাওয়া, ঘুমানো, বাড়ির কাজ সবকিছুই পরিবারের অন্যান্য সদস্যদের মতো রানির। ৮ বছর আগে নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রানি। সেই সময় তাদের দল উত্তরপ্রদেশের এই গ্রামের আশপাশেই ছিল। দলছুট হওয়ার ফলে আর ফেরা হয়নি ছোট্ট বানরটির। এরপর থেকে রানি নামে বিশ্বনাথের পরিবারের একজন সদস্য হয়ে থেকে গেছে সে।

ইউআর