ফুলবাড়ীতে মেয়েদের ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধ সংলাপ

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৯:০৩ পিএম

কুড়িগ্রাম: ‘বাল্যবিবাহ কে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মেয়েদের ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পে গণমানুষের সাথে সচেতনতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভদের বাজারে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ও উদয়ঙ্কুর সেবা সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজগর আলীর সভাপতিত্বে সংলাপের বক্তব্য রাখেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া লাকু, ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসার সুপার, আমজাদ হোসেন, ফুলবাড়ী থানার এস আই  তাজ,উদয়ঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আঞ্জুমানারা বেগম, ইমাম হায়দার আলী সহ আরও অনেকে।

এ সময় বক্তারা জানান, বাল্যবিবাহ প্রতিরোধে প্রকল্পটির মাধ্যমে মেয়ে শিশুরা দক্ষতা ও আয়বৃদ্ধির মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাবে এবং বাল্যবিবাহ হ্রাস পাবে এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে, সেই সাথে বাল্যবিবাহ প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।

এসএস