• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সন্ধ্যায় গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত


নওগাঁ প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২০, ১১:৪৯ এএম
সন্ধ্যায় গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নওগাঁ : নওগাঁর মান্দায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আওরঙ্গজেব জিবু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাকাঁপুর ব্রিজের পাশের এ ঘটনা ঘটে।

নিহত আওরঙ্গজেব জিবু কুশুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারের লবির উদ্দিনের ছেলে। এঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন- ডিবির এএসআই মেহেদী হাসান, কনস্টেবল রুমন হোসেন ও শিমুল মির।

মান্দা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, সোমবার সন্ধ্যার দিকে দেলুয়াবাড়ী বাজার থেকে পুলিশ মাদকসহ আওরঙ্গজেব জিবুকে আটক করে। এসময় জিবু আরো মাদককের সন্ধান দিতে চাইলে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। পরে রাত ৩টার দিকে ঘটনাস্থলে জিবুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্নরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এতে গোলাগুলির মধ্যে পড়ে জিবু নিহত হন।

নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হক জানান, আওরঙ্গজেব জিবু কুখ্যাত মাদক ব্যবসায়ী। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে রাখা হয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!