• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ


চট্টগ্রাম প্রতিনিধি অক্টোবর ২৫, ২০২০, ১২:০২ পিএম
মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

চট্টগ্রাম: মিরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের এল.এ চেক বিতরণ করা হয়েছে। 


শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ১৩২ জন ভূমি মালিকের হাতে ২২ কোটি ৫১ লাখ টাকার চেক তুলে দেন মিরসরাই অর্থনৈতিক অঞ্চল (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।


এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) আবু হাসান সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা কায়সার খসরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা প্রমুখ।


উক্ত ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার দালালের খপ্পরে পড়ে যাতে কোনরকম হয়রানি না হয় ক্ষতিপূরণ নিতে পারেন সে জন্য আমরা সপ্তাহব্যাপী উপজেলা ক্যাম্প করেছি। যাতে সরাসরি তারা আমাদের সাথে সমস্যার কথা বলতে পারে। এবং তিনি সকলকে কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখায় যোগাযোগ করতে বলেন।

 

সোনালীনিউজ/এমএ/এসআই

Wordbridge School
Link copied!