• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

রাজাপুরে মা ইলিশ শিকারের দায়ে ২ জনের কারাদন্ড


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ২৫, ২০২০, ১২:৪৯ পিএম
রাজাপুরে মা ইলিশ শিকারের দায়ে ২ জনের কারাদন্ড

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৪ অক্টোবর) রাত থেকে রোববার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার বিষখালী নদীর তীরবর্তী এলাকা গুলোতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. রিপন (৩৬) ও মো. রবিউল কারিগর (২০)।

উপজেলা মৎস্য অফিস জানায়, বিষখালী নদীতে ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় আড়াই হাজার মিটার কারেন্টজাল জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও ১২ কেজি জব্দকৃত ইলিশ মাছ সদর ইউনিয়নের ছলেমিয়া হাফেজিয়া এতিমখানা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোগাহ হাওলাদার বলেন, রাতের আধারে বিষখালী নদীতে অভিযান চালানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে তাৎক্ষণিক ২ জনকে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।


সোনালীনিউজ/এসএ/এসআই
 

Wordbridge School
Link copied!