• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

তুচ্ছ ঘটনায় সালিশে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ


টাঙ্গাইল প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২০, ১১:০৮ এএম
তুচ্ছ ঘটনায় সালিশে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ খান (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মটরা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কয়েক দিন ধরে মুক্তিযোদ্ধা লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খান ও তার ছেলে পাভেল ও পারভেজের দুটি পুকুরের মাছ নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে মিমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহজাহান খানের বাড়ির উঠানে শুক্রবার বিকেলে এক সালিশের আয়োজন করা হয়। সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েক যুবক লতিফ খানকে পিটিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে হাবলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষকে নিয়ে সালিশ বসা হয়। এক পর্যায়ে দুই পক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষেরই কয়েকজন আহত হয়। ওই বীর মুক্তিযোদ্ধাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

ওসি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!