• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
ভয়াবহ বিস্ফোরণ 

নারায়ণগঞ্জে তল্লা মসজিদের সভাপতির রিমান্ড আবেদন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০২০, ০৩:৩৬ পিএম
নারায়ণগঞ্জে তল্লা মসজিদের সভাপতির রিমান্ড আবেদন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরের ২ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, ‘শুক্রবার রাতে আব্দুল গফুরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।’

তিনি জানান, ‘মামলার দায়িত্বভার নেয়ার পর থেকেই সন্দেহভাজনদের আমরা নজরদারিতে রেখেছিলাম। এর আগে আমরা তিতাসের ৮, ডিপিডিসির ১ এবং স্থানীয় ২ জন বৈদ্যুতিক মিস্ত্রিকে আটক করেছিলাম। তারা এখন জামিনে আছেন।’

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হয়। এর মধ্যে ৩৪ জনই মারা গেছেন। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!