• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার


নোয়াখালী প্রতিনিধি নভেম্বর ২, ২০২০, ০৯:১৫ এএম
আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশ চৌমুহনী পৌরসভার ঢাকা হোটেল থেকে মোঃ আল আমিন (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আল আমিনের বাড়ি নরসিংদীর পলাশ পৌরসভায় সে পলাশ পৌরসভার হাজরা পদ মন্ডলের ছেলে বলে জানাগেছে। পুলিশ লাশের পকেটে থাকা একটি জাতীয় পরিচয়পত্র থেকে নাম, ঠিকানা ও পরিচয় নিশ্চিত হন।

জানাগেছে, আল আমিন কয়েকদিন আগে ওই হোটেলে ওঠে। রোববার (১ নভেম্বর) সকাল থেকে তার কক্ষ ভিতর থেকে বন্ধ থাকায় হোটেল কর্তপক্ষ তাকে ডাকাডাকি করে কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে রাতে বেগমগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ রাত ৯টার দিকে চৌমুহনী পৌরসভার সমবায় মার্কেটস্থ ঢাকা হোটেল (আবাসিক) দরজা ভেঙ্গে ভিতরে ডুকে আল আমিনের গলায় ফাসি দেওয়া ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

সোমবার (২ নভেম্বর) সকালে লাশের ময়না তদন্তে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

সোনালীনিউজ/জেএ/এসআই

Wordbridge School
Link copied!