• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মুন্সীগঞ্জে সাড়ে সাত হাজার কেজি ইলিশ উদ্ধার 


মুন্সিগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৩, ২০২০, ১০:২৪ এএম
মুন্সীগঞ্জে সাড়ে সাত হাজার কেজি ইলিশ উদ্ধার 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় একটি বাড়ি থেকে ৭ হাজার ৫শ কেজি ইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২নবেম্বর) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কলমা ইউনিয়নের ডহরি গ্রামের বাড়িতে অভিযান চলে।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেদুজ্জামান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মিন্টু সর্দারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ভিতর পাওয়া যায় ৭৫০০ কেজি ইলিশ। কয়েকজন জেলে টিনশেড এই ঘড়টি ভাড়া নিয়েছিল। কাউকে আটক করা যায়নি। 

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেদুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস শিকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!